সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের জন্য ভুটান (Bhutan) সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের ব্যস্ততার মধ্যেও প্রতিবেশী দেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ মোদির এই সফর। অরুণাচল প্রদেশ নিয়ে চিনের লাগাতার আক্রমণের মধ্যেই ‘বন্ধু’ ভুটানে দাঁড়িয়ে মোদি কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে কূটনৈতিক মহলের।
On the way to Bhutan, where I will be attending various programmes aimed at further cementing the India-Bhutan partnership. I look forward to talks with Majesty the King of Bhutan, His Majesty the Fourth Druk Gyalpo and Prime Minister @tsheringtobgay. pic.twitter.com/tMsYNBuFNQ
— Narendra Modi (@narendramodi) March 22, 2024
বৃহস্পতিবার থেকে দুদিনের জন্য ভুটান সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই বাতিল হয়ে যায় সেই সফর। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আচমকা আবহাওয়ার অবনতির কারণেই মোদির ভুটান সফর বাতিল করা হচ্ছে। তবে বৃহস্পতিবারের বদলে শুক্রবার ভুটানে রওনা দিলেন প্রধানমন্ত্রী। দুদিনের জন্য সেদেশে থাকবেন তিনি। লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে নিজের দ্বিতীয় দফায় সম্ভবত এটাই মোদির শেষ বিদেশ সফর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠেছিল ভুটান। পথের ধারে মোদির জন্য বিশেষ পোস্টারও লাগানো হয়।
শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি জানান, দুদিনের ভুটান সফরে যাচ্ছেন তিনি। দেখা করবেন ভুটানের রাজা চতুর্থ ড্রুক গ্যালপো জিগমে ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে। আরও বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেবেন। মোদির কথায়, “ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই সফরে যাচ্ছি।” প্রসঙ্গত, গত সপ্তাহেই ভারত সফরে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। নির্বাচনের জয়ের পর সেটাই ছিল তাঁর প্রথম ভারত সফর। ভারতের বন্ধু হিসাবে পরিচিত তোবগে প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি।
লোকসভা নির্বাচনের ব্যস্ততার মধ্যেও মোদির ভুটান সফরের নেপথ্যে রয়েছে কূটনৈতিক গুরুত্ব। চলতি বছরের জানুয়ারি মাসে ভুটানের নির্বাচনে চিনপন্থী প্রধানমন্ত্রীকে বসাতে চেয়েছিল বেজিং। সেই ছক ব্যর্থ করে নির্বাচনে জেতেন ভারতের ‘বন্ধু’ শেরিং। তার পর লোকসভা নির্বাচনের আগেই অরুণাচল প্রদেশ নিয়ে তোপ দাগছে চিন। এহেন পরিস্থিতিতে ভুটানে দাঁড়িয়ে চিনকেও প্রচ্ছন্ন বার্তা দিতে পারেন মোদি, অনুমান ওয়াকিবহাল মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.