সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোদি হ্যায় ভারত কা গহনা’। গ্লাসগোর হোটেলে এভাবেই স্থানীয় সময় রবিবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন প্রবাসী ভারতীয়রা। এরপর সোমবার দিনভর একাধিক নেতা-মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। পরিবেশ, জলবায়ু সংক্রান্ত আলোচনার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন নিয়েও বৈঠক করেন মোদি।
ইতালিতে G20 শীর্ষ সম্মেলন থেকে গ্লাসগোয় COP26 জলবায়ু শীর্ষ সম্মেলনের জন্য পৌঁছন প্রধানমন্ত্রী। সোমবার সকালে স্কটল্যান্ডে অবস্থিত ভারতীয় সম্প্রদায়ের নেতা এবং ইন্ডোলজিস্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) ২৬ তম কনফারেন্স অফ পার্টিস অথবা COP26-এর ওয়ার্ল্ড লিডারস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন। সেখানেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মন্ত্রী, প্রধানদের সঙ্গে সাক্ষাৎ হয় মোদির। দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও।
২০৩০ সালের রোডম্যাপ কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, তা নিয়ে আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর মধ্যে। এক্ষেত্রে ব্যবসা, অর্থনীতি, স্বাস্থ্য, প্রতিরক্ষার বিষয়গুলিকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তাঁরা। আলোচনায় উঠে আসে আফগানিস্তানে তালিবান শাসন, সন্ত্রাসবাদ প্রসঙ্গও। কোভিড পরবর্তী সময়ে দেশের অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করতে হবে, সে নিয়েও কথাবার্তা হয় মোদি ও জনসনের মধ্য়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণও জানান মোদি।
এদিকে, জলবায়ু সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, জলবায়ুর উপর বড় প্রভাব ফেলছে মানুষের জীবনযাপন। সেখানেই বদল প্রয়োজন। আর তাই লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের (LIFE) শপথ নেন তিনি। অর্থাৎ জলবায়ুর উন্নতির জন্য জীবনযাপনে বদল আনতে পাঁচ অমৃত তত্ত্বের সন্ধান দেন মোদি।
#WATCH LIVE: Prime Minister Narendra Modi addresses #COP26 World Leaders’ Summit in Glasgow, Scotland.
(Source: DD) https://t.co/QDwHtHkM8A
— ANI (@ANI) November 1, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.