সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ মিনিট সময় ছিল আলাপর্বের জন্য। কিন্তু সেই আলাপচারিতা গড়িয়ে গেল এক ঘণ্টায়। পরিবেশ বাঁচাতে যৌথ আলোচনা, সমাধানসূত্র খোঁজা ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে আলোচনা, সর্বোপরি নিজেদের মধ্যে গল্প – এসবের সময় চলে গেল পাক্কা ৬০ মিনিট। এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পোপ ফ্রান্সিসের (Pope Francis) প্রথমবারের সাক্ষাৎপর্ব জমে গেল বেশ। দু’জনেই হাসিমুখে ভ্যাটিকানে পোপের প্রাসাদ থেকে বের হতে দেখা গেল। নিজেই সেই আলাপচারিতার কয়েক মুহূর্তের ছবি টুইট করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার তাঁর বিদেশ সফরের বহু প্রতীক্ষীত একটি অধ্যায় শেষ হল।
Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India. @Pontifex pic.twitter.com/QP0If1uJAC
— Narendra Modi (@narendramodi) October 30, 2021
সূচি নির্ধারিতই ছিল। সেইমতো শনিবার সকাল সকাল ভ্যাটিকান সিটিতে (Vatican City) পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে মোদি একাই পোপের অতিথি। তাঁদের মধ্যে একান্ত আলাপচারিতা হওয়ার কথা। এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে এসেছিলেন পোপের প্রতিনিধিরা।
সেখান থেকে পোপের প্রাসাদে যান মোদি। ফ্রান্সিস এবং মোদির মধ্যে একান্তে কথাবার্তা চলে। উভয়ের এই সাক্ষাতের জন্য সময় ধরা হয়েছিল মিনিট ২০। কিন্তু কথার স্রোতে সেই সময় কোথায় যে কখন ভেসে গিয়েছে, টের পাননি কেউই। সূত্রের খবর, দু’জনে নাকি পবিত্রতা প্রসঙ্গে বিশদে আলোচনা চালিয়েছেন। একঘণ্টার আলাপপর্বে পোপ ফ্রান্সিসকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি।
সূত্রের খবর, বর্তমানে জলবায়ু পরিবর্তনের (Climate Change) সংকট যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে আশু সমাধান খুঁজে পাওয়া চ্যালেঞ্জের ব্যাপার। তা নিয়ে প্রধানমন্ত্রী মোদি এবং পোপ ফ্রান্সিস বিশদে কথাবার্তা বলেন বলে জানা গিয়েছে। দিন তিনেকের রোম সফরে মোদির সঙ্গে ইটালির (Italy) প্রধানমন্ত্রী মারিও দ্রাঘিরও সাক্ষাৎ হয়েছে। উভয়ে দ্বিপাক্ষিক একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখান থেকে মোদি গ্লাসগোর উদ্দেশে রওনা দেবেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে পরিবেশ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
Rome | PM Modi arrives for G20 Summit at Roma Convention Center, received by Italian Prime Minister Mario Draghi pic.twitter.com/fGCscQOJuM
— ANI (@ANI) October 30, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.