সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের ডিসেম্বরে #Melodi-তে ছেয়ে গিয়েছিল নেটদুনিয়া। এর পর গত জুনেও জি-৭ সামিটে একফ্রেমে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে (Giorgia Meloni)। এবার ফের দেখা ‘মেলোডি’র। ব্রাজিলে জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন তাঁরা।
পরে মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘রিও ডি জেনেইরোর জি-২০ সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পেরে আনন্দিত। প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তির দিকেই আমাদের ফোকাস ছিল। পাশাপাশি আমরা কথা বলেছি সাংস্কৃতিক, শিক্ষা অন্যান্য ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার মাত্রা বৃদ্ধি নিয়েও। ভারত-ইটালির বন্ধুত্ব এই গ্রহটাকে আরও সুন্দর করে তুলতে পারে।’
Glad to have met Prime Minister Giorgia Meloni on the sidelines of the Rio de Janeiro G20 Summit. Our talks centred around deepening ties in defence, security, trade and technology. We also talked about how to boost cooperation in culture, education and other such areas.… pic.twitter.com/BOUbBMeEov
— Narendra Modi (@narendramodi) November 18, 2024
বলে রাখা ভালো, অতি দক্ষিণপন্থী নেত্রী ও বেনিটো মুসোলিনির ভক্ত মেলোনি ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বছর দুয়েক হল তিনি মসনদে। মোদির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চব্বিশের নির্বাচনে মোদির প্রত্যাবর্তন নিশ্চিত হতেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন মেলোনি।
তবে কেবল মেলোনিই নয়, একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দেখা হয়েছে মোদির। এই তালিকায় রয়েছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও। তাঁর সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ওঁর সঙ্গে দেখা করে আমি সবসময়েই খুশি!’ নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক সারেন মোদি। এছাড়া ইন্দোনেশিয়া, পর্তুগালের রাষ্ট্রনেতাদের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে তাঁর।
সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে জি-২০ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, “ভারত ৮০ কোটি মানুষকে বিনামূল্য রেশন দেয়। যা ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে।” একইসঙ্গে কীভাবে এ দেশের গরিব ও বয়স্কদের সুলভে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়। মহিলাদের স্বনির্ভর করার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে, সেকথাও বিশ্বমঞ্চে জানান ভারতের প্রধানমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.