ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। ‘দেশ সবার আগে।’ এই জাতীয়তাবাদের জোরেই সম্পর্কের বাঁধন অত্যন্ত মজবুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! সম্প্রতি লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে যোগ দিয়ে এই সমীকরণের কথাই তুলে ধরেন নমো। গতকাল এই অনুষ্ঠানের সম্প্রচার হয়। আর আজ নিজের ‘ট্রুথ সোশাল হ্যান্ডেলে’ বন্ধু মোদির সেই পডকাস্ট শেয়ার করলেন ট্রাম্প। আর এর কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই ‘ট্রুথ সোশালে’ নাম লেখালেন নমো। তিনিও যুক্ত হয়েছেন এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে।
গত কয়েক বছরে বারবার প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের নজির। এই বন্ধুত্বের রসায়ন কী সাক্ষাৎকারে নরেন্দ্র মোদির কাছে তা জানতে চেয়েছিলেন ফ্রিডম্যান। সেখানেই ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে অকপটে প্রধানমন্ত্রী বলেন, “ট্রাম্প বিশ্বাস করেন ‘আমেরিকা প্রথম’ এই নীতিতে। ঠিক যেমন আমি বিশ্বাস করি ‘ভারত প্রথম’ নীতিতে। ‘দেশ সবার আগে’ এই মানসিকতার জন্যই আমরা বন্ধু।” এ প্রসঙ্গেই মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং আমেরিকার হাউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের কথা তুলে ধরেন মোদি।
প্রধানমন্ত্রী বলেন, “আমেরিকার নির্বাচনী প্রচারের সময়ও ওই একই ট্রাম্পকে দেখেছিলাম আমি। গুলিবিদ্ধ হওয়ার পরও আমেরিকার প্রতি নিবেদিত প্রাণ। দেশের জন্য নিজেকে সঁপে দিয়েছেন। তাঁর আমেরিকা প্রথম ভাবনা সেটাই প্রমাণ করে। ঠিক যেমন আমি বিশ্বাস করি ভারত প্রথম। এই জন্যই আমাদের মধ্যে সম্পর্ক এত ভালো।” এই অনুষ্ঠানের ইউটিউব লিংক আজ সোমবার ভারতীয় সময় সকাল ১১টা ২০ নাগাদ নিজের সোশাল মিডিয়ায় হ্যান্ডেলে পোস্ট করেন ট্রাম্প। তিনি যে তাঁর বন্ধুর সঙ্গে একদমই সহমত তা আর বলার অপেক্ষা রাখে না।
US President Donald Trump (@POTUS) has shared PM Narendra Modi’s (@narendramodi) podcast on his Truth Social handle. pic.twitter.com/YESgZBRcEO
— Press Trust of India (@PTI_News) March 17, 2025
বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ‘শুল্কযুদ্ধে’ ভারত ও আমেরিকার মধ্যে প্রবল চাপানউতোর চলছে। কিন্তু একে ওপরের হাত ছাড়তে নারাজ দু’দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা থেকে চিন-পাকিস্তানকে বার্তা দিয়ে এদিন পডকাস্টে মোদি বুঝিয়ে বিশ্বে ভারতের গুরুত্ব কতটা। অন্যদিকে, চিনকে রুখতে ট্রাম্পের ভরসা ভারত। দুই রাষ্ট্রনেতার কাছে দেশই শেষ কথা। দ্বিতীয়বার নির্বাচন জিতে ‘সোনার আমেরিকা’ গড়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। অন্যদিকে, বিশ্বমঞ্চে ভারতকে শ্রেষ্ঠ স্থানে বসাতে প্রতিজ্ঞাবদ্ধ মোদি এই জাতীয়তাবাদই আরও মজবুত করেছে ট্রাম্প-মোদির বন্ধুত্বকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.