সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি প্রশস্তি ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) মুখে। রুশ প্রেসিডেন্টের মতে, প্রধানমন্ত্রী মোদি (PM Modi) যেভাবে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের প্রচার করছেন তা একেবারে সঠিক পথ। রাশিয়ার (Russia) ভ্লাদিয়াভোস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এমন মন্তব্য করতে দেখা গেল তাঁকে। সম্প্রতি জি-২০ সম্মেলনে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসেননি পুতিন। আর তারপরই তাঁর মুখে শোনা গেল মোদির প্রশংসা।
রাশিয়ায় নির্মিত গাড়ি নিয়ে প্রশ্ন করা হয়েছিল পুতিনকে। তখনই তিনি বলেন, গাড়ি নির্মাণে দেশীয় প্রযুক্তিই ব্যবহার করা উচিত। যেমন প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত করছে। তাঁর কথায়, ”আপনারা জানেন, আগে আমরা দেশে গাড়ি নির্মাণ করতাম না। কিন্তু এখন করি। এবং সেগুলি মার্সিডিজ কিংবা অডি গাড়ির থেকেও আধুনিক দেখতে। আমাদের উচিত আমাদের পার্টনারদের দিকেও তাকানো। যেমন ভারত। ওরা দেশেই গাড়ি নির্মাণে জোর দিয়েছে। প্রধানমন্ত্রী যেভাবে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির প্রচার করছেন তা একেবারে সঠিক। উনি একদম ঠিক।”
উল্লেখ্য, ওই অনুষ্ঠানেই আমেরিকার উদ্দেশে তোপ দেগেছেন পুতিন। জানিয়েছেন, মার্কিন রাজনীতি কতটা পচে গিয়েছে, তা ট্রাম্পের পরিস্থিতি দেখলেই বোঝা যায়। ঠিক কী বলেছেন পুতিন? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ট্রাম্পের বিচারের ক্ষেত্রে আমেরিকায় যা হচ্ছে তা আজকের হিসেবে ভালোই হচ্ছে। কেননা তা বুঝিয়ে দিচ্ছে মার্কিন রাজনৈতিক পরিকাঠামোয় কতটা পচন ধরেছে। এরা অন্যের গণতন্ত্রের ভুল ধরে!” বাইডেন প্রশাসনকে এভাবে কাঠগড়ার পাশাপাশিই ‘বন্ধু’ ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.