Advertisement
Advertisement

Breaking News

PM Modi

দুবাইয়ে প্রধানমন্ত্রী, পা রাখতেই ‘অব কি বার মোদি সরকার’ স্লোগান, সেলফির হিড়িক প্রবাসীদের

রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাই গিয়েছেন মোদি।

PM Modi in Dubai for COP28 Summit, gets warm welcome | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 1, 2023 10:13 am
  • Updated:December 1, 2023 11:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ ঘণ্টার জন্য দুবাই সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হোটেলে ঢুকতেই ‘মোদি, মোদি’ স্লোগান দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান দুবাইয়ের প্রবাসী ভারতীয়রা। জানা গিয়েছে, এই সময়ের মধ্যেই ৭টি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের (United Nations) জলবায়ু সম্মেলনে যোগ দিতেই দুবাই গিয়েছেন মোদি। সম্মেলন শুরুর আগে দুবাইয়ের একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি দুই দেশই পরিবেশের উন্নতিতে একজোট হয়ে কাজ চালিয়ে যাবে।

স্থানীয় সময় শনিবার রাতে দুবাই (Dubai) পৌঁছন মোদি। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতেই লাগাতার স্লোগান দিতে থাকেন সেখানকার প্রবাসী ভারতীয়রা। ‘অব কি বার মোদি সরকার’, ‘বন্দে মাতরম’ ধ্বনির মধ্যেই হোটেলে ঢোকেন প্রধানমন্ত্রী। মোদি, মোদি স্লোগানের মধ্যেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাঁকে। পরে এক্স প্ল্যাটফর্মে মোদি জানান, এই সম্মেলনে যোগ দিয়ে মুখিয়ে রয়েছেন তিনি। সম্মেলনের শুরুতেই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: এক্সিট পোল প্রকাশ্যে আসতেই ছত্তিশগড় কংগ্রেসে কোন্দল! মুখ্যমন্ত্রীর পদ নিয়ে টানাটানির আশঙ্কা]

জানা গিয়েছে, ২১ ঘণ্টার জন্য দুবাইয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধনী ভাষণ ছাড়াও আরও তিনটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। পরিবেশরক্ষা সংক্রান্ত দুটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও সম্মেলনের মধ্যেই ৭টি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলন শুরুর আগে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, এই সম্মেলনে পরিবেশ রক্ষা প্রসঙ্গে আরও সক্রিয় পদক্ষেপ করা হবে বলে আশাবাদী ভারত। এই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কাজ করবে ভারত।

[আরও পড়ুন: স্বামীকে খুন, ৪৫ কোটির সম্পত্তি ‘হাতিয়ে’ রাজমিস্ত্রির সঙ্গে পালাল বধূ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement