Advertisement
Advertisement

Breaking News

PM Modi

ম্যাথস অলিম্পিয়াডে ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স, শুভেচ্ছা উচ্ছ্বসিত মোদির

মোট পাঁচটি পদক পেয়েছে ভারতীয় পড়ুয়ারা।

PM Modi congratulates India's best ever performance in Olympiad

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2024 6:10 pm
  • Updated:July 21, 2024 6:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিয়াডে চোখধাঁধানো পারফরম্যান্স ভারতের। ২০২৪ সালের সদ্যসমাপ্ত অলিম্পিকে ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করেছেন ভারতীয়রা। মোট পাঁচটি পদক এসেছে দেশে। সবমিলিয়ে পদকের নিরিখে চতুর্থ হয়েছে ভারত। দেশের এমন ভূয়সী সাফল্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন পদকজয়ীদের।

সদ্যই শেষ হয়েছে ২০২৪ সালের ম্যাথস অলিম্পিয়াড (International Mathematics Olympiad) । সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারতের ৬ পড়ুয়া। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণন শিব সুব্রাহ্ম্যণম। গোটা অলিম্পিয়াড জুড়ে দুরন্ত পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। চারটি সোনা এবং একটি রুপো জিতেছ দলের সদস্যরা। তার জেরেই দল হিসাবে অলিম্পিয়াডে চতুর্থ স্থান পেয়েছে ভার‍ত। মাত্র এক পয়েন্টের ব্যবধানে তৃতীয় হয়েছে দক্ষিণ কোরিয়া।

Advertisement

[আরও পড়ুন: ‘গণতন্ত্রের জন্য গুলি খেয়েছি’, প্রাণঘাতী হামলা থেকে বেঁচে হুংকার ‘স্বৈরাচারী’ ট্রাম্পের

১৯৮৯ সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত। এতদিন পর্যন্ত দেশের সেরা সাফল্য ছিল ১৯৯৮ এবং ২০০১ সালে সপ্তম হওয়া। তবে আগের সমস্ত নজির ভেঙে এবার চতুর্থ স্থান পেয়েছে ভারত। এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এক্স হ্যান্ডেলে লেখেন, “এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে। অঙ্কের জনপ্রিয়তাও বাড়বে এই সাফল্যের পরে।”

উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিকে অংশ নিয়েছিল মোট ১০৮টি দেশের ৬০৯জন পড়ুয়া। প্রতিযোগিতার শেষে প্রথম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯২ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে চিন।

[আরও পড়ুন: তেল আভিভে ড্রোন হামলার জবাব! ইয়েমেনে হাউথি ঘাঁটি গুঁড়িয়ে দিল ইজরায়েল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement