Advertisement
Advertisement
PM Modi

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্রুনেই পৌঁছলেন মোদি

কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর এই ব্রুনেই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

PM Modi arrives in Brunei on historic 2-day visit
Published by: Biswadip Dey
  • Posted:September 3, 2024 5:47 pm
  • Updated:September 3, 2024 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের সফরে ব্রুনেই পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশে দ্বিপাক্ষির সফরে গেলেন। তেলসমৃদ্ধ দেশ ব্রুনেইয়ের উদ্দেশে মঙ্গলবার সকালেই রওনা দিয়েছিলেন তিনি। এদিন বিকেলে তাঁর বিমান নামে বান্দের সেরি বাগাওয়ান বিমানবন্দরে।

বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর এই ব্রুনেই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত এই ইসলামিক দেশ সুলতান হাজি হাসানাল বলকিহার আমন্ত্রণে মোদির এই সফর। প্রসঙ্গত, ব্রুনেইয়ের পাশাপাশি সিঙ্গাপুরেও একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

Advertisement

[আরও পড়ুন: দূষিত জল খেয়ে নয়ডায় অসুস্থ শতাধিক! হাসপাতালে আশঙ্কাজনক শিশুরাও]

ব্রুনেই রওনা হওয়ার আগে মোদিকে বলতে শোনা যায়, ”আমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পালিত হচ্ছে। হাজি হাসানাল বলকিহা ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের দিকে আমি তাকিয়ে আছি। আমাদের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।”  

প্রসঙ্গত, ছোট্ট দেশটি আয়তনে সিকিম বা ত্রিপুরার থেকেও ছোট। সুলতানের বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনযাত্রা গোটা বিশ্বের কাছেই আকর্ষণীয়। ব্রুনেইয়ের সুলতানের রাজপ্রাসাদটি বিশ্বের বৃহত্তম প্রাসাদ। ২০ লক্ষ বর্গ ফুট এলাকায় বিস্তৃত ১৭০০ কক্ষ বিশিষ্ট প্রাসাদটির অন্যতম আকর্ষণ ২২ ক্যারেট স্বর্ণখচিত গম্বুজ। সেখানেই তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি।  সূত্রের খবর, কূটনৈতিক আলোচনার পাশাপাশি ভারত এবং ব্রুনেই-এর মধ্যে আলোচনা হবে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি সহায়তা-সহ নানা বিষয় নিয়ে।

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

বলে রাখা ভালো, ব্রুনেইয়ের সুলতানের সবচেয়ে বড় আকর্ষণ সোনায় মোড়া রোলস রয়েস, সাড়ে চারশো ফেরারি এবং ৩৮০ বেন্টলেস। গত শতকের নয়ের দশক থেকে ধরলে সারা পৃথিবীর রোলস রয়েসের অর্ধেকের মালিক ব্রুনেইয়ের সুলতান ও তাঁর পরিবারের সদস্যরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement