Advertisement
Advertisement

Breaking News

PM Modi-Giorgia Meloni

PM Modi-Giorgia Meloni: দুবাইয়ে জলবায়ু সম্মেলনের মাঝে মোদির ‘মেলোডি’! ব্যাপারটা কী?

তুমুল আলোচনা নেটদুনিয়ায়।

PM Modi and Italy PM Giorgia Meloni click selfie, goes viral in social media | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 2, 2023 11:18 am
  • Updated:December 2, 2023 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সম্মেলন মানেই আলাপ-আলোচনা শেষে একটা ফটোসেশন মাস্ট! তাবড় রাষ্ট্রনেতারা হাসিমুখে মঞ্চে সার বেঁধে দাঁড়িয়ে – এমন ছবি দেখাই যায়। কে-ই বা ছবি তুলতে পছন্দ করেন না? এমন মানুষ তো কমই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) আবার ছবি তোলার প্রতি ঝোঁক বরাবর। এনিয়ে বিরোধীরা কম কটাক্ষ করেন না। যেখানে ক্যামেরা, সেখানেই মোদি – এমন কথা নিয়ে হাসাহাসিও হয়। নিন্দুকদের সেসব হাসি, মশকরা উড়িয়ে এবারও দুবাইয়ে (Dubai) আয়োজিত রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে হাসিমুখে ছবি তুলতে দেখা গেল তাঁকে। তাও আবার ‘বিশেষ বন্ধু’র সঙ্গে! আর সেই ছবি সোশাল মিডিয়ায় চর্চার নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দুবাইয়ের এই সম্মেলনে যোগ দিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। জলবায়ু পরিবর্তন তথা উষ্ণায়ন রুখতে রাষ্ট্রের ভূমিকা নিয়ে আলাপ-আলোচনার মাঝেই দেখা গেল, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হাসিমুখে সেলফি তুললেন মেলোনি। মোদির মুখেও চওড়া হাসি। আর সেই ছবি নিজের X অ্যাকাউন্টে পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী। সঙ্গে ক্যাপশন – “Good friends at COP28 #Melodi”। আর এই শেষ কথাটি নিয়েই যত আলোচনা। মেলোডির আক্ষরিক অর্থ খোঁজার চেয়েও নেটিজেনরা ব্যস্ত নতুন নাম নিয়ে। বলা হচ্ছে, মেলোনি নাম থেকে ‘মেলো’ এবং মোদি থেকে ‘ডি’ শব্দটি নিয়েই ইটালির প্রধানমন্ত্রীর এই নামকরণ।

Advertisement

[আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার করে মামলায় হস্তক্ষেপ! বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে জারি CID তদন্ত]

এমনিতে ভারতবন্ধু ইটালির (Italy) সঙ্গে বরাবরই সম্পর্ক ভালো প্রধানমন্ত্রী মোদির। এই মুহূর্তে সেখানকার মসনদে জর্জিয়া মেলোনি। গত সেপ্টেম্বরে ভারতে জি-২০ সম্মেলনে (G20 Summit) আমন্ত্রিত ছিলেন মেলোনি। ভারতে এসে সম্মেলনে যোগদানের পর নৈশভোজে মেলোনিকে দেখা গিয়েছিল একেবারে অন্য সাজে! অতিথি আপ্যায়ণ পর্বে সেবার মোদিকে তাঁর সঙ্গে একটু বেশিই সময় কাটাতে দেখা গিয়েছিল। বোঝা গিয়েছিল, উভয়ের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব। দুবাইয়ের জলবায়ু সম্মেলনে তা আরও একবার টের পাওয়া গেল। আর এই ‘মেলোডি’তে মুগ্ধ নেটদুনিয়াও।

[আরও পড়ুন: রোহিতদের হেডস্যর যখন দর্শক! ছেলের খেলা গ্যালারিতে বসে দেখছেন দ্রাবিড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement