Advertisement
Advertisement
Vladimir Putin

‘মোদি মহান দেশপ্রেমিক’, প্রধানমন্ত্রীর প্রশস্তিতে পঞ্চমুখ পুতিন

ভারতের বিদেশ নীতির প্রশস্তিও করেছেন রুশ প্রেসিডেন্ট।

'PM Modi a great patriot', says Vladimir Putin। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 28, 2022 9:09 am
  • Updated:October 28, 2022 9:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁকে ‘মহান দেশপ্রেমিক’ বলে উল্লেখ করলেন তিনি। সেই সঙ্গে পরিষ্কার করে দিলেন ভারত ও রাশিয়ার (Russia) মধ্যে ‘বিশেষ’ সম্পর্ক রয়েছে। এবং দুই দেশের মধ্যে কোনও সমস্যা নেই।

মস্কোর ভালদাই ক্লাবে একটি সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন পুতিন। সেই সময়ই তাঁকে বলতে শোনা যায়, ”প্রধানমন্ত্রী মোদি একজন মহান দেশপ্রেমিক। তিনি একটি স্বাধীন বিদেশ নীতি প্রণয়ন করতে সক্ষম হয়েছে। আমি নিশ্চিত ভারতের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এবং সারা বিশ্বেই ভারতের ভূমিকা ক্রমশ বড় হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: ভাইফোঁটায় নয়া সমীকরণ? ৬ বছর পর ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল, গেলেন শোভন-বৈশাখীও]

ইউক্রেন ইস্যুতে ‘বন্ধু’ রাশিয়ার পক্ষে ভারত থাকবে না সেদিকে নজর রয়েছে বিশ্বের। কার্যত এখনও পর্যন্ত সাবধানি পদক্ষেপই করেছে নয়াদিল্লি। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রুশ বিরোধী প্রস্তাবে ফের ভোটদান থেকে বিরত থাকতে দেখা গিয়েছে ভারতকে। ইউক্রেনে (Ukraine) গণভোটের মাধ্যমে চারটি অঞ্চল দখল করার প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছিল। ভারত-সহ ৩৫টি দেশ সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে। আসলে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে সময় পরীক্ষিত ‘বন্ধু’ রাশিয়াকে চিনের আরও কাছাকাছি ঠেলে দিতে চাইছে না নয়াদিল্লি। এছাড়া, এটা আমেরিকার জন্য কড়া বার্তাও। এরপরই এদিন পুতিনের মুখে মোদি ও ভারতের প্রশস্তি।

এদিনের ভাষণে দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পুতিন বলেন, ”আমাদের মধ্যে বিশেষ এক বন্ধন রয়েছে। কখনওই কোনও ইস্যু নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়নি। বরাবরই একে অপরকে সমর্থন করেছি আমরা। এখনও সেটাই করছি। আমার আশা ভবিষ্যতেও এমনটাই হবে।” এরই পাশাপাশি আমেরিকা ও পশ্চিমি দেশগুলির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, বিশ্বে অধিকার কায়েম করে রাখতে আমেরিকা ‘নোংরা, ভয়ংকর রক্তক্ষয়ী এক খেলা’য় মেতেছে।

[আরও পড়ুন: ঝালদায় ইস্তফা তৃণমূল কাউন্সিলরের, দলবদলের অঙ্কে শাসকদলের হাতছাড়া আরও ১ পুরসভা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement