Advertisement
Advertisement
California

ক্যালিফোর্নিয়ায় বাড়ির ছাদে আছড়ে পড়ল বিমান, প্রকাশ্যে ভয়াবহ ভিডিও

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২জনের। গুরুতর আহত অন্তত ১৯ জন।

Plane crashed in California, 2 died
Published by: Anwesha Adhikary
  • Posted:January 3, 2025 2:00 pm
  • Updated:January 3, 2025 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের বিমান দুর্ঘটনা। আকাশে ওড়ার সময়ে আচমকা একটি বাড়ির ছাদে ভেঙে পড়ল একটি বিমান। ছাদ ভেঙে সোজা বাড়ির অন্দরে ঢুকে যায় বিমানটি। গোটা ঘটনার ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২জনের। গুরুতর আহত অন্তত ১৯ জন।

জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। বৃহস্পতিবার ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে টেক অফ করেছিল RV-10 বিমান। চার আসনের এই বিমানটি একটিমাত্র ইঞ্জিনের মাধ্যমেই চলাচল করে। কিন্তু বৃহস্পতিবার যাত্রা শুরুর মিনিটদুয়েকের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ানটি বাড়ির ছাদে গিয়ে পড়ে। বিমানের ভার এবং গতি এতটাই বেশি ছিল যে, বাড়ির ছাদ ভেঙে ভিতরে ঢুকে যায় বিমানটি।

Advertisement

জানা গিয়েছে, ওই বাড়িতে আসবাবপত্র তৈরি হয়। দুর্ঘটনার সময়ে অন্তত ২০০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। সেসময়েই বিমানটি ভেঙে বাড়ির ভিতরে ঢুকে যায়। বিরাট আগুন ধরে যায় গোটা এলাকায়। বিমান ভেঙে পড়া এবং তারপর অগ্নিকাণ্ড- ভয়াবহ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও ১৯ জন। তাঁদের মধ্যে ১০ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে দমকলবাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিকট শব্দে বিমান ভেঙে পড়ার আওয়াজ পেয়েছেন তাঁরা। তারপরেই আগুন ধরে যায় বাড়ির একটা বড় অংশে। সঙ্গে সঙ্গে ওই বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন তাঁরা। অন্যদিকে জানা যাচ্ছে, ভেঙে পড়া বিমানটি মাঝে মাঝেই ফুলারটন বিমানবন্দরে ওঠানামা করত। হঠাৎ কেন বিমান ভেঙে পড়ল, তার উত্তর নেই কারোওর কাছে। উল্লেখ্য, গত বছর একের পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনা সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। নতুন বছরের শুরুতেও ফিরছে আকাশে আতঙ্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement