সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা ফুটবল টিম সমেত কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান। মঙ্গলবার ভোর রাতে কলম্বিয়ার মেডেলিন শহরে ঘটে এই দুর্ঘটনা। CP2933 নম্বরের ওই বিমানটিতে ৮০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বিমানে করেই কোপা সুদামেরিকা টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছিল ব্রাজিলের রিয়াল শাপেকোয়েন্সি ফুটবল দল।
ব্রাজিল থেকে কলম্বিয়ার দিকে যাচ্ছিল বিমানটি। মাঝে এক দুর্গম পার্বত্য এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেডেলিন শহরের মেয়র ফেদেরিকো গুতিয়ারেজ। তেল ফুরিয়ে যাওয়াতেই এই বিপত্তি বলে প্রাথমিক তদন্তের পর অনুমান গোয়েন্দাদের।
ফুটবল দলটি বিমানে চাপার পর শেষ মুহূর্তে এই ছবিটি পোস্ট করা হয়েছে বলেই খবর।
Fuerza a los jugadores de Chapecoense, sus familias y sus seguidores. El Fútbol está de luto. pic.twitter.com/0tA0pmRYTf
— Andres Felipe Arcos (@AndresFelipe) November 29, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.