প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিৎজা পৌঁছে দিতে এসেছিলেন। কিন্তু মেলেনি মনের মতো টিপস। যা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠে অন্তঃসত্ত্বার পেটে ১৪ বার ছুরির কোপ মারলেন সেই মহিলা ডেলিভারি পার্সন! ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর আর এক সঙ্গীর খোঁজে চলছে তল্লাশি।
জানা গিয়েছে, এই ঘটনা ফ্লোরিডার। পরিবারের এক সদস্যের জন্মদিন সেলিব্রেট করতে একটি হোটেলে গিয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা। পার্টি চলাকালীনই পিৎজা অর্ডার করেছিলেন তিনি। মার্কো পিৎজা দোকানের হয়ে ডেলিভারি দিতে আসেন অভিযুক্ত ব্রায়ানা আলবেলো। ভারতীয় মুদ্রায় পিৎজাটির দাম ছিল ২৮০০ টাকা। ডেলিভারির পর আলবেলোকে দেওয়া হয় ৪৩০০ টাকা। তার থেকেই ২৮০০ কেটে বাকি টাকাটা ফেরত দিতে বলা হয়। কিন্তু খুচরো না থাকায় সমস্যায় পড়েন আলবেলো। তারপরই শুরু হয় টিপস নিয়ে বচসা। অভিযুক্ত তরুণীকে ২ ডলার টিপস দেন ওই অন্তঃসত্ত্বা মহিলা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৭০ টাকা। যা মনঃপুত হয়নি আলবেলোর। তখনকার মতো সেখান থেকে চলে যান তিনি।
অভিযোগ, ক্ষোভে ফুঁসে পরে এক সঙ্গীকে ওই হোটেলে আসেন আলবেলো। পুলিশ জানিয়েছে, সেসময় ওই অন্তঃসত্ত্বা মহিলা স্বামী ও সন্তানের সঙ্গে ছিলেন। সন্তানকে বাঁচাতে গেলে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন আলবেলো। ১৪ বার ছুরির কোপ মারেন পেটে। কিন্তু পুলিশ আসার আগে পালিয়ে যান। আহত মহিলাকে দ্রুত যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ আছেন। কিন্তু রক্ষা পাননি আলবেলো। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য় আর একজনের খোঁজে চলছে তল্লাশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.