সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকায় ‘হ্যান্ডস অফ’ প্রোটেস্ট দেখেছে বিশ্ব। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে পথে নামেন হাজার হাজার মানুষ। সকলের হাতে ছিল ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড। নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস থেকে হিউস্টন- সর্বত্রই ধরা পড়ে একই দৃশ্য। এখনও এই বিক্ষোভের টুকরো টুকরো ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। সেরকমই একটি ভিডিওতে নজর কেড়েছে জাপানের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ পোকেমনের ‘পিকাচু’ ক্যারেক্টরটি। ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পিকাচুও।
নয়ের দশকে বাচ্চাদের মধ্যে ঝড় তোলে পোকেমন সিরিজটি। প্রবল জনপ্রিয় হয় পিকাচু ক্যারেক্টরটি। গত মাসে গণবিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তুরস্ক। সেই প্রতিবাদেও পথে দেখা যায় পিকাচুকে। এমনকী পুলিশের তাড়া খেয়ে তার দৌড়ানোর ভিডিও-ও ভাইরাল হয়। এবার সেই ছবি দেখা গেল আমেরিকায়। হলুদের উপর লাল-কালো ডোরা কাটা পিকাচুর পোশাক পরে রাস্তায় নামেন একাধিক ব্যক্তি। ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কেও ‘খামখেয়ালি’ ট্রাম্পের বিরুদ্ধে পথে দেখা মেলে পিকাচুর। এরপরই এখন আমেরিকাজুড়ে ভাইরাল হচ্ছে #প্রটেস্টপিকাচু (#ProtestPikachu)।
Giant Pikachu steals the show at anti-Trump ‘Hands Off’ protest in Washington DC
Watch video: https://t.co/OX8dOUVu9Qhttps://t.co/OX8dOUVu9Q
— WION (@WIONews) April 6, 2025
গত জানুয়ারিতে দ্বিতীয়বার মসনদে বসেন ট্রাম্প। আর বসার পর, এমনকী শপথগ্রহণের আগে থেকেই তাঁকে নানা বিষয়ে গর্জন করতে দেখা গিয়েছে। তারপর ক্ষমতায় বসার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার মধ্যে অভিবাসীদের দেশে ফেরানো কিংবা শুল্ক নীতির মতো নানা পদক্ষেপ রয়েছে। ট্রাম্প ঘোষিত শুল্কযুদ্ধের পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির আশঙ্কায় বাজারমুখী মার্কিন নাগরিকেরা। রীতিমতো ব্যাগ ভর্তি করে দোকানে দোকানে তাঁদের ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। উদ্দেশ্য, মূল্যবৃদ্ধির আশঙ্কায় আগে থেকেই ভাঁড়ার ভরিয়ে রাখা। এই দৃশ্যই বুঝিয়ে দিচ্ছে শুল্ক-কাঁটায় ঘায়েল হতে ভয় পাচ্ছেন মার্কিন নাগরিকরাও।
গতকাল রবিবার ট্রাম্প-বিরোধী মিছিলে হাঁটতে হাঁটতে বহু প্রতিবাদীকে নানা দাবিতে সোচ্চার হতে দেখা যায়। তাঁরা বলছেন, আমেরিকায় শুরু হওয়া নয়া ফ্যাসিবাদের বিরুদ্ধেই তাঁদের বিক্ষোভ। কেবল ট্রাম্প নয়, এলন মাস্কের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন বিক্ষোভকারীরা। স্লোগান দিচ্ছেন, ”আমেরিকায় ফ্যাসিবাদ চলবে না।” সব মিলিয়ে আমেরিকায় প্রবল বিক্ষোভে চাপ বাড়ছে প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের শুল্কবাণের পরেই নিম্নমুখী ভারতের শেয়ার বাজার। লাগাতার পড়েছে সেনসেক্স-নিফটির সূচক। সোমবার যে বড়সড় পতন হবে গোটা বিশ্বের শেয়ার বাজারে, সেই আশঙ্কা ছিলই। আশঙ্কা সত্যি করে বিরাট পতন হল শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতে সোমবার বাজার খুলতেই দেখা যায়, প্রায় চার হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স। ৩৯৩৯.৬৮ পয়েন্ট পড়ে ৭১ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্সের সূচক। প্রায় ৩.৯ শতাংশ পতন হয়েছে সোমবার সকালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.