সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল পাকিস্তান এয়ারলাইন্সের একটি যাত্রীবোঝাই বিমান। এর ফলে ওই বিমানে থাকা ১০৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূ্ত্রে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত ইমরান খানের সরকারের তরফে এবিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
Pakistan International Airlines (PIA) flight from Lahore to Karachi crashes near Karachi Airport: Pakistan media pic.twitter.com/jyDTkoQ2nf
— ANI (@ANI) May 22, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিকে-৮৩০৩ ফ্লাইটটি লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ১০৭ জন যাত্রী নিয়ে রওনা দেয়। কিছুক্ষণ পরে সেটি যখন করাচির জিন্না ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করছিল তখন বিমানবন্দর থেকে কিছুটা দূরে অবস্থিত মডেল কলোনি এলাকার কয়েকটি বাড়ির উপর ভেঙে পড়ে।
এর ফলে ঘটনাস্থলে থাকা চারটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়া ভরে গিয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উদ্ধার হয়নি বিমানে থাকা যাত্রীদের মৃতদেহও।
Horrifying, tragic. An @Official_PIA Airbus A320 has crashed in a residential area in Karachi. There were 107 on board. Had taken off from Lahore, crashed during approach to Jinnah Int’l Airport, Karachi. pic.twitter.com/n7dR9lI99N
— Shiv Aroor (@ShivAroor) May 22, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.