Advertisement
Advertisement

Breaking News

প্রেম নিবেদনে জীবনের ঝুঁকি নিয়ে তাক লাগালেন চিত্রগ্রাহক

ব্যাংককের চিত্রগ্রাহক কেও উই লুং কীভাবে প্রেম নিবেদন করলেন?

Photographer proposed to his girlfriend in a unique way
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 8:47 pm
  • Updated:December 11, 2016 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ভালবাসলে সব বাধা টপকানো যায়৷ প্রেমে পড়লে কোনও অসম্ভবই আর অসম্ভব থাকে না৷ তা সে প্রিয় মানুষটির মুখে হাসি দেখার জন্য যাই করতে হোক না কেন৷ আর ভালবাসার পাত্রের থেকে সারপ্রাইজ পেতে কোন মানুষটির না ভাল লাগে! নিজের গার্লফ্রেন্ডকে এক্কেবারে অন্যরকমভাবে বিয়ের প্রস্তাব দিলেন এক চিত্রগ্রাহক৷ আর বয়ফ্রেন্ডের এমন ‘ভয়ঙ্কর সুন্দর’ সারপ্রাইজে আর না বলতে পারলেন না বান্ধবী৷

ব্যাংককের চিত্রগ্রাহক কেও উই লুং কীভাবে প্রেম নিবেদন করলেন? চিনে অবস্থিত বিশ্বের উচ্চতম ব্রিজটিতে উঠে পড়লেন লুং৷ সেই ভয়ঙ্কর ব্রিজ থেকে নিচে তাকালে মনে হবে আপনি হয়তো বিমানে
প্রেম নিবেদনে জীবনের ঝুঁকি নিয়ে তাক লাগালেন চিত্রগ্রাহকরয়েছেন৷ জীবনের ঝুঁকি নিয়ে একটি পোস্টার হাতে সেই ব্রিজে দাঁড়িয়ে পড়লেন৷ যাতে লেখা, ‘বিয়ে করবে আমাকে?’ ছবিটি ড্রোন ক্যামেরায় তোলা হয়েছিল৷ পরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লুং৷

Advertisement

dc-cover-f4lmh0dvumgriib9vlktole9a3-20161211143749-medi

লুং জানান, “গার্লফ্রেন্ড বলেছিল ডিসনি ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে প্রেম নিবেদন করাটা বড্ড সেকেলে হয়ে গিয়েছে৷ তাই অন্যকিছু আবদার ছিল প্রেমিকার৷ তাঁকে খুশি করার জন্যই এত পরিশ্রম৷” এর পরেও কি প্রস্তাব খারিজ করা যায়? নাহ, লুংয়ের সঙ্গে বিয়ের সম্মতি জানিয়েছেন তিনি৷ তবে বাকি প্রেমিকদের কাছে চিত্রগ্রাহকের অনুরোধ, পর্যাপ্ত সুরক্ষা না নিয়ে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে যাবেন না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement