সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা (Coronavirus) টিকার (COVID vaccine) তৃতীয় ডোজ দিতে চায় ব্রিটেন (Britain)। আগামী ক্রিসমাস অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই করোনা সংক্রমণের থাবা থেকে বাঁচতে এই পদক্ষেপ করতে চায় প্রশাসন। বিখ্যাত ‘টাইমস’ সংবাদপত্রের এক প্রতিবেদনের দাবি তেমনটাই। ইংল্যান্ডের প্রধান মেডিক্যাল অফিসার ক্রিস হুইট্টি তেমনটাই জানিয়েছেন ওই সংবাদমাধ্যমকে।
এই বছরের মধ্যেই মারণ ভাইরাসের হাত থেকে অব্যাহতি পেতে মরিয়া ব্রিটেন। আর এজন্য দু’টি উপায়ের কথা ভাবা হয়েছে। এক, করোনার নয়া স্ট্রেনগুলির মোকাবিলা করার জন্য বিশেষ ভাবে তৈরি টিকা। দুই, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না, তিন ধরনের টিকার ক্ষেত্রেই তৃতীয় ডোজ দেওয়া। তবে আপাতত তা দেওয়া হবে পঞ্চাশোর্ধ্বদেরই।
ব্রিটিশ সরকার মঙ্গলবার যে তথ্য দিয়েছে, তা থেকে জানা যাচ্ছে, আপাতত ৩ কোটি ৪৬ লক্ষেরও বেশি মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়ে গিয়েছেন। এঁদের মধ্যে অনেকেরই দু’টি ডোজ নেওয়া সম্পূর্ণ। এদিকে এই মুহূর্তে সেদেশে ৮ ধরনের কোভিড টিকার ৫১ কোটি ডোজ নিয়ে পরীক্ষা চলছে।
গত সপ্তাহে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছিলেন, ফাইজারের আরও ৬ কোটি ডোজ কিনবেন তাঁরা। সব মিলিয়ে এই সংস্থার ১০ কোটি টিকার বরাত দিয়েছে ব্রিটেন। প্রসঙ্গত, গত বছরের একেবারে শেষে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ব্রিটেনে। তারপর থেকেই লকডাউনের রাস্তায় হাঁটতে হয়েছিল তাদের। তবে মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই একটু একটু করে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। অনেক নিষেধাজ্ঞাই তুলে নেওয়া হয়েছে।
তবে সার্বিক ভাবে এখনও বহু নিষেধাজ্ঞাই রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি দেখে সেগুলি তোলা হবে বলে জানিয়েছে সেদেশের প্রশাসন। যদিও সেদেশের এক অংশের জনতা প্রতিবাদ শুরু করেছে লকডাউনের বিরুদ্ধে। আন্দোলন করতে রাজপথেও নেমেছে তারা। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদল করতে রাজি হয়নি প্রশাসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.