Advertisement
Advertisement

Breaking News

শত্রু নিকেশে মাইক্রো ড্রোন হাতিয়ার আমেরিকার

ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার হাই টেক জঙ্গিদের জন্য এটি বেশ চিন্তার খবর৷

Pentagon unveils worlds largest micro drone fleet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 2:36 pm
  • Updated:January 10, 2017 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ কালো করে ধেয়ে এল রাক্ষুসে পঙ্গপালের ঝাঁক৷ ঝাঁপিয়ে পড়ে নিমেষে ধ্বংস করল সবুজ শস্যের মাঠ৷ দেশে দেখা দিল দুর্ভিক্ষ৷ না খেতে পেয়ে মারা পড়ল অজস্র লোক৷না, কোনও কল্পবিজ্ঞানের গল্প নয়৷ আজও আফ্রিকার অনেক দেশে পঙ্গপালের ঝাঁক দুর্ভিক্ষের কারণ৷ মানুষ প্রকৃতিকে নকল করে৷তবে প্রকৃতির মারণ শক্তি কতটা মারাত্মক হতে পারে সেটাই প্রমাণ করল মার্কিন সেনাবাহিনী৷ শত্রুকে ধ্বংস করতে এবার পেন্টাগন আনতে চলেছে রোবট পঙ্গপাল বাহিনী বা মাইক্রো ড্রোনের ঝাঁক, যা নিমেষে ধ্বংস করে দেবে শত্রুপক্ষকে৷

জলে ও স্থলে ‘ড্রাগন’ বধে আসছে K-4

q9_web

Advertisement

সোমবার, একটি বিবৃত্তির মাধ্যমে পেন্টাগন মাইক্রো-ড্রোনের একটি ঝাঁকের পরীক্ষা সফল হয়েছে বলে জানায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই পরীক্ষা করা হয় বলে জানান এক সেনা কর্তা৷ ৩ টি F/A-18 সুপার হর্নেট বিমান থেকে ১০৩ টি মাইক্রো ড্রনের একটি ঝাঁক ছাড়া হয়৷অতি ক্ষুদ্র এই ড্রোনগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তৈরি৷ কোনও নির্দেশ ছাড়াই এরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে একটি দল হিসেবে কাজ করে৷ শত্রু পক্ষ কিছু বুঝে উঠার আগেই এরা ঝাঁপিয়ে পড়ে ট্যাঙ্ক, মিসাইল সব ধ্বংস করে দেয়৷ ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার হাই টেক জঙ্গিদের জন্য এটি বেশ চিন্তার খবর৷

২২টি প্রিডেটর ড্রোন কিনছে ভারত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement