সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার বিতর্কে জড়াল বাবা রামদেবের (Ramdev) সংস্থা পতঞ্জলি (Patanjali)। গত জুনে ভারতের (India) বাজারে আত্মপ্রকাশ করার পর ‘করোনিল কিট’ (Coronil Kit) এবার পৌঁছে গেল ব্রিটেনেও (United Kingdom)। তাও আবার সেদেশের চিকিৎসা সংক্রান্ত সর্বোচ্চ সংস্থার কোনও ছাড়পত্র ছাড়াই।
সেদেশের সংবাদমাধ্যম BBC’তে প্রকাশিত একটি খবর অনুযায়ী, British Medicines and Healthcare products Regulatory Agency’র ছাড়পত্র ছাড়াই একাধিক ওষুধের দোকানে বিক্রি করা হচ্ছে পতঞ্জলির ‘করোনিল’। তবে ‘করোনা বধে’র ওষুধ হিসেবে নয়, করোনার প্রতিরোধক ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছে সেটি। যদিও সেটাও নিয়মবিরুদ্ধ। আর তাই ফের একবার বিতর্কের মুখে বাবা রামদেবের সংস্থাটি।
জুনেই ধুমধাম করে ‘করোনা বধে’র ওষুধ হিসেবে তুলে ধরা হয়েছিল করোনিলকে। সাংবাদিক সম্মেলনে বাবা রামদেব জানিয়েছিলেন, এই আয়ুর্বেদিক ওষুধের প্রয়োগে মাত্র সাতদিনে ১০০ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। পতঞ্জলির সেই ঘোষণার পর থেকেই বিতর্ক দানা বাঁধে। আয়ুশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, যতক্ষণ না তারা ওষুধটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে, ততক্ষণ এর সমস্ত প্রচার ও বিজ্ঞাপন বন্ধ রাখতে হবে। এমনকী পতঞ্জলির থেকে গবেষণার সমস্ত তথ্যও চেয়ে পাঠানো হয়েছিল। সেই সবকিছু পরীক্ষার পরই আয়ুশ মন্ত্রক জানিয়ে দেয়, এটিকে করোনা বধের (Coronavirus) ওষুধ বলা যাবে না। রোগ প্রতিরোধক ওষুধ হিসেবেই বিক্রি করা যেতে পারে। এরপরই খোলা বাজারে বিক্রি শুরু হয় পতঞ্জলির এই দ্রব্য। সম্প্রতি সংস্থার পক্ষ থেকেও জানানো হয়, ইতিমধ্যে করোনিল বিক্রি করে এখনও পর্যন্ত ২৫০ কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে রামদেবের সংস্থা।
এদিকে, বিবিসি’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, বার্মিংহাম ইউনিভার্সিটি ইতিমধ্যে নিজেদের পরীক্ষাগারে করোনিলের উপর পরীক্ষানিরীক্ষা চালিয়েছে। তাতে দেখা গিয়েছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষায় কোনওভাবেই সাহায্য করে না এই করোনিল। এদিকে, MHRA–র পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি নিয়ে তদন্ত হবে। ছাড়পত্র না পাওয়া কোনও ওষুধ যদি ব্রিটেনের মার্কেটে বিক্রি করা হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.