সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা কাজাখস্তানে। বুধবার আক্তৌ বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। এই বিমানে ক্রু মেম্বার-সহ ৬৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে ৩০ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে মাঝপথে বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। অনুমতি মেলার পর আক্তৌ বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে আছড়ে পড়ে রানওয়েতে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানটিতে।
BREAKING: Azerbaijan Airlines flight traveling from Baku to Grozny crashes in Aktau, Kazakhstan, after reportedly requesting an emergency landing pic.twitter.com/hB5toqEFe2
— RT (@RT_com) December 25, 2024
বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। কিছু সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, বিমানে ১০৫ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বাই ছিলেন। যদিও কাজাখস্তানের পরিবহন বিভাগের তরফে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার ছিলেন। সব মিলিয়ে যাত্রীর সংখ্যা ছিল ৬৭ জন। যার মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার, কাজাখস্তানের ৬ জন ও অন্যান্য আরও ৩ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ৩০ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন বাকি যাত্রীরা।
Another angle of the plane crash in Aktau, Kazakhstan pic.twitter.com/x7ECIcmxgZ
— RT (@RT_com) December 25, 2024
দুর্ঘটনার আরও এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে। দ্বিখণ্ডিত বিমানটির সামনের দিকের অংশ কিছুটা দূরে আগুনে জ্বলছে। পিছনের অংশে তখনও বেশ কয়েকজন আহত যাত্রীকে বের করে আনছেন উদ্ধারকারীরা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বহু যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
Immediate aftermath of the plane crash in Aktau, Kazakhstan — people helping the passengers to get out of the damaged plane pic.twitter.com/YPrjZIOgPi
— RT (@RT_com) December 25, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.