Advertisement
Advertisement

Breaking News

মাটি ছুঁয়েই দাউদাউ করে জ্বলে উঠল বিমান

সব মিলিয়ে মোট ২২২ জন যাত্রী এবং ১৯ জন বিমানকর্মী ছিলেন বিমানে৷ তবে, আগুনে কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে৷

Passenger Films Singapore Airlines Plane Catching Fire
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 12:35 pm
  • Updated:June 27, 2016 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় দাউদাউ করে জ্বলে উঠল বিমানের ইঞ্জিন৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে৷ সিঙ্গাপুর এয়ারলাইন সূত্রের খবর, সোমবার মিলানের উদ্দেশে রওনা দিয়েছিল বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটি৷ মাঝপথে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটিকে ফিরিয়ে আনা হয় চাঙ্গি বিমানবন্দরে৷ বিমানটি বন্দরের মাটি ছোঁয়া মাত্রই আগুন ধরে যায় ইঞ্জিনে৷

সব মিলিয়ে মোট ২২২ জন যাত্রী এবং ১৯ জন বিমানকর্মী ছিলেন বিমানে৷ তবে, আগুনে কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে৷ প্রত্যেককে সিঁড়ি দিয়ে নামিয়ে সুরক্ষিতভাবেই টার্মিনাল বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়৷ বিমানের মধ্যে থাকা এক যাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে আগুনের সেই ভয়াবহ ভিডিও৷

Advertisement

কেন, কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন কর্তৃপক্ষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement