সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যান্ত্রিক ত্রুটি নয়। কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনার নেপথ্যে কি পাখির ধাক্কা? প্রাথমিকভাবে একাধিক সংবাদমাধ্যম তেমনটাই দাবি করছে। বলা হচ্ছে, আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি মাঝ আকাশে একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা মারে। তারপরই সেটি নিয়ন্ত্রণ হারায়। এদিকে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে এক যাত্রীর করা রোমহর্ষক একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।
আজারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমানটি বুধবার আক্তৌ বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে কাজাখস্তানের সংবাদমাধ্যমগুলির দাবি, বিমানটি সম্ভবত মাঝআকাশে পাখির সঙ্গে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে জরুরি অবস্থায় অবতরণ করতে চেয়েছিলেন পাইলট। তবে তার আগেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়।
The final moments of the Azerbaijan Airlines plane before its crash in Kazakhstan were captured by a passenger onboard.
Aftermath also included in the footage. pic.twitter.com/nCRozjdoUY
— Clash Report (@clashreport) December 25, 2024
এর মধ্যেই প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও। বিমানের মধ্যে থাকা এক যাত্রীই ওই রোমহর্ষক ভিডিওটি করেন। তাতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানে প্রবল ঝাঁকুনি। ঝাঁকুনির জেরে অনেকেই আসন থেকে পড়ে গিয়েছেন। কারও মাথায় রক্ত ঝরছে। আতঙ্কিত যাত্রীরা বাঁচার জন্য প্রার্থনা করছেন। বিমান থেকে নামার জন্য চিৎকার করছেন। যদিও এই ভিডিওর সত্যতা সংবাদ প্রতিদিন যাচাই করেনি।
কাজাখস্তানের পরিবহন বিভাগের তরফে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার ছিলেন। সব মিলিয়ে যাত্রীর সংখ্যা ছিল ৬৭ জন। যার মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার, কাজাখস্তানের ৬ জন ও অন্যান্য আরও ৩ যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.