Advertisement
Advertisement

Breaking News

Pakistan

যাত্রীবোঝাই বাস জ্বলে উঠল দাউদাউ করে, পাকিস্তানে দুর্ঘটনায় মৃত অন্তত ১৬

নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও।

Passenger bus catches fire in Pakistan, 16 killed, 15 injured। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 20, 2023 9:34 am
  • Updated:August 20, 2023 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক বাস দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। চলন্ত বাসে আগুন লেগে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। গুরুতর জখম ১৫। ফয়সলাবাদে রবিবার ভোরে ঘটা ওই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের দ্রুত পিন্ডি ভাট্টিয়ান হাসপাতালে ভরতি করা হয়েছে।

কীভাবে ঘটল এমন দুর্ঘটনা? পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল বাসটি। বাসে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। ডিজেল ড্রামবাহী এক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। আর তারপরই তাতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করতে তৎপর হন এলাকার বাসিন্দারা। বাসের জানলা ভেঙে যাত্রীদের বের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আহতদের সকলেরই অবস্থা অত্যন্ত সংকটজনক।

Advertisement

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ক্যাম্পাসে পুলিশকে ঢুকতে বাধা, গ্রেপ্তার আরও ১ প্রাক্তনী]

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের হাইওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে একটি বাস উলটে এক মহিলা ও দুই নাবালকের মৃত্যু হয়। আহত হন ২০ জন। তারও আগে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল।

[আরও পড়ুন: উত্তাল সময়ে গুরুদায়িত্বে, কীভাবে সামলাবেন? মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement