Advertisement
Advertisement

পরিচারিকার সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁস করল স্ত্রীর পোষা টিয়া

সৌজন্যে ছোট্ট এক টিয়াপাখির বুলি৷

Parrot exposing husband
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 3:32 pm
  • Updated:October 27, 2016 3:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট রহস্যভেদ করে দিল ছোট্ট একটা টিয়াপাখি৷ স্ত্রীর কাছে ফাঁস করে দিল বাড়ির পরিচারিকার সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের কথা৷ নেহাত তুচ্ছ পাখিটির বয়ান পুলিশের কাছে গ্রহণ যোগ্য নয়, নাহলে অভিযুক্ত স্বামীর হাজতবাস কেউ ঠেকাতে পারতেন না৷ পরকীয়ার এই অদ্ভূত পরিণতি ঘটেছে কুয়েতের হাওয়ালি এলাকায়৷

স্ত্রী যখন বাড়িতে থাকতেন না৷ তখনই পরিচারিকার সঙ্গে প্রণয়লীলায় মাততেন অভিযুক্ত স্বামী৷ ভাবতেন ঘরে কেউ নেই৷ কিন্তু, ছোট্ট প্রাণীটি বহাল তবিয়তেই ছিল৷ দু’জনের অভিসারের কথোপকথন দিব্যি রপ্ত করছিল৷ তারপর একদিন স্ত্রীর সামনে হাটে হাঁড়ি ভেঙে দেয় সেই টিয়া৷

Advertisement

সমস্ত শুনে স্বামীর বিরুদ্ধে সোজা পুলিশের কাছে নালিশ করেছিলেন স্ত্রী৷ কুয়েতের আইন অনুযায়ী, অভিযুক্ত স্বামীর বেশ কয়েক বছর জেল কিংবা কায়িক পরিশ্রমের সাজাও হতে পারত৷ কিন্তু ছোট্ট এই পাখিটির বয়ানকে প্রমাণ হিসেবে মানতে নারাজ পুলিশ৷ তাঁদের বক্তব্য, টিয়াপাখিটি টেলিভিশনের কোনও কাহিনি দেখেও এই কথাগুলি বলতে পারে৷ তবে, স্ত্রীর দৃঢ় বিশ্বাস তাঁর স্বামীই বিশ্বাসঘাতক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement