Advertisement
Advertisement

Breaking News

মুখ ফিরিয়েছেন গ্রাহকরা, বন্ধ হচ্ছে প্যারিসের বিখ্যাত নগ্ন রেস্তরাঁ

ভুল প্রমাণিত হয়েছে মালিকের ধারণা।

 Paris’ first nudist restaurant to shut down
Published by: Tanujit Das
  • Posted:January 9, 2019 5:20 pm
  • Updated:January 9, 2019 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালু হওয়ার ১৫ মাসের মধ্যেই ঝাঁপ বন্ধ হচ্ছে প্যারিসের প্রথম নগ্ন রেস্তরাঁ O’nature-এর৷ সূত্রের খবর, যে লক্ষ্মীলাভের আশায় রেস্তরাঁটি খোলা হয়েছিল৷ পনেরো মাস কেটে গেলেও, সেই পরিমাণ অর্থ উপার্জন করা যায়নি৷ মুখ ফিরিয়েছেন দর্শকরা৷ ফলে লোকসানে চলা রেস্তরাঁটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক মাইক ও স্টিফনি সাডা৷ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হচ্ছে রেস্তরাঁটি৷

Advertisement

[ধর্মঘটীদের খোয়াতে হবে নাগরিকত্ব, হুঁশিয়ারি ফরাসি প্রধানমন্ত্রীর]

২০১৭-র নভেম্বরে প্যারিসে চালু হয়েছিল বিশ্বের নগ্ন-রেস্তরাঁ O’nature। শুরুর দিকে এই রেস্তরাঁকে কেন্দ্র করে মানুষের মধ্যে বেশ আগ্রহ ছিল৷ রেস্তরাঁর অভিনব থিম’ই ছিল প্রচারের মূল রসদ৷ পোশাক, ফোন ও অন্যান্য সামগ্রী বাইরে জমা করে রেখে, তবেই এই রেস্তরাঁয় প্রবেশ করতে হত গ্রাহকদের৷ এটাই ছিল রেস্তরাঁর প্রধান শর্ত৷ ঢোকার সময় প্রত্যেককে একটি করে জুতো দেওয়া হত৷ একসঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা, ছাড়াও ছিল একান্তে সময় কাটানোর সুযোগ৷ খাবার থেকে শুরু করে রেস্তরাঁর সাজসজ্জা, প্রত্যেকটি বিষয়েই বেশ অভিনবত্ব এনেছিলেন মালিকরা৷ সমগ্র রেস্তরাঁটি ছিল বড় বড় পর্দা দিয়ে মোড়া৷ সঙ্গে রয়েছে নানা রঙের আলো৷ বেশ একটা মায়াবী পরিবেশ৷

[তিব্বতে বিপুল সমরসজ্জা চিনের, মোতায়েন শক্তিশালী হাউৎজার কামান]

মালিকপক্ষের ধারনা ছিল নগ্ন বিচের মতো, নগ্ন রেস্তরাঁ হটকেকের মতো গ্রহণ করবেন সাধারণ মানুষ৷ বিশেষ করে, প্যারিসে ঘুরতে এসে একবার অন্তত তাঁদের রেস্তরাঁতে ঢুঁ মারবেন দেশ-বিদেশের পর্যটকরা৷ কিন্তু তাঁদের এই ধারনা ভুল প্রমাণিত হয়েছে৷ আশানুরূপ ফলাফল পাননি রেস্তরাঁর মালিক মাইক ও স্টিফনি সাডা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement