Advertisement
Advertisement

Breaking News

শিশুকন্যাকে খুন করে ফ্রিজে ঢুকিয়ে রাখল বাবা-মা!

নিজের শিশুকন্যাকেই নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে৷মৃত শিশুর হাতে, ঘাড়ে ও পায়ে আঘাতের পাশাপাশি পোড়া চিহ্নও পাওয়া গিয়েছে৷

Parents Arrested For Beating Daughter To Death, Hiding Body In Freezer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2016 3:28 pm
  • Updated:May 30, 2016 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-বাবা৷ কথায় বলে শিশুর সবচেয়ে নির্ভরতার জায়গা এই দুটি মানুষ৷ কিন্তু, মানুষ যতটা ভালবাসতে পারে, তার চেয়েও বেশি নৃশংস হতে পারে৷ নৃশংসতা সবচেয়ে আপনজনকেও রেয়াত করে না৷ এমনই ঘটনা ঘটেছে কুয়েত শহরে৷ নিজের শিশুকন্যাকেই নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে৷

কুয়েতের কুনা সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ্যে আসে এই খবর৷ অভিযুক্ত বাবা-মায়ের নাম সালেম বুহান (২৬) ও আমিরা হুসেন (২৩)৷ কুয়েতের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মা-বাবার বেদম প্রহারেই মৃত্যু হয় ৩ বছরের শিশুর৷ এমনকি শিশুটি মারা গিয়েছে বুঝতে পেরে তাঁর দেহ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেওয়া হয়৷ প্রায় এক সপ্তাহ মতো শিশুর মরদেহ ফ্রিজে থাকার পর তা উদ্ধার করে পুলিশ৷

Advertisement

অভিযুক্ত সালেম-আমিরার আরও তিন সন্তান রয়েছে৷ দুজনকেই গ্রেফতার করেছে কুয়েত পুলিশ৷ জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনেই মাদকাসক্ত ছিল৷ মাদকের নেশায় সন্তানদের প্রায়শই মারধর করত৷ মৃত শিশুর হাতে, ঘাড়ে ও পায়ে আঘাতের পাশাপাশি পোড়া চিহ্নও পাওয়া গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement