Advertisement
Advertisement

Breaking News

Parag Agarwal

টুইটারের কাছে বকেয়া বিপুল অর্থ! মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের পরাগ আগরওয়ালের

পরাগের সঙ্গে মামলা দায়ের করেছেন আরও উচ্চপদস্থ আধিকারিকরা।

Parag Agarwal filed lawsuit against twitter, claims dues worth 1 million dollar | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 11, 2023 2:43 pm
  • Updated:April 11, 2023 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৮ কোটি টাকা বকেয়া রয়েছে টুইটার (Twitter) কর্তৃপক্ষের কাছে। এবার সেই অর্থ ফেরত চেয়ে টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করলেন পরাগ আগরওয়াল (Parag Agarwal)-সহ প্রাক্তন আধিকারিকরা। আদালতের কাছে তাঁদের আবেদন, টুইটারে কর্মরত অবস্থায় একাধিক মামলার জন্য খরচ হয়েছিল। সেই অর্থ মিটিয়ে দিতে টুইটার কর্তৃপক্ষ বদ্ধপরিকর। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সেই বকেয়া মেটাচ্ছে না সংস্থাটি।

২০২২ সালে টুইটার কেনার পরেই সিইও পদ থেকে পরাগ আগরওয়ালকে ছেঁটে ফেলেন এলন মাস্ক (Elon Musk)। সেই সঙ্গে পলিসি চিফ বিজয়া গাড্ডে ও সিএফও নেল সেগালও চাকরি হারান। তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও নিজেদের প্রাপ্য অর্থ ফেরত পাননি পরাগ-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বেশ কিছুদিন আগে টুইটারকে এই বিষয়ে জানালেও সুরাহা হয়নি। 

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতে মুসলিমরা সুরক্ষিত, পাকিস্তানে নয়’, আমেরিকায় বসে দাবি নির্মলা সীতারমণের]

এহেন পরিস্থিতিতে আমেরিকার আদালতে মামলা দায়ের করেছেন পরাগ। তাঁদের আবেদন খতিয়ে দেখে আদালতের তরফে বলা হয়, মার্কিন নিরাপত্তা বিভাগ, বিচার বিভাগ-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে টুইটার সংক্রান্ত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই তদন্তগুলি এখনও চলছে কিনা তা অবশ্য জানায়নি আদালত। প্রসঙ্গত, মাস্ক আদৌ নিয়ম মেনে টুইটার কিনেছেন কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছিল মার্কিন নিরাপত্তা বিভাগ।

পরাগদের দাবি, তাঁদের বকেয়ার বিষয়ে ইতিমধ্যেই টুইটারের কাছে জানানো হয়েছে। টুইটারের পক্ষ থেকে অর্থ বকেয়া থাকার বিষয়টি মেনেও নেওয়া হয়েছে। কিন্তু সেই বকেয়া এখনও মেটানো হয়নি। এই মামলা দায়ের হওয়ার পরে অবশ্য মাইক্রো ব্লগিং সংস্থার তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। কেবলমাত্র একটি পুপ ইমোজি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে মাস্কের সংস্থা। 

[আরও পড়ুন: মেয়ে মোবাইলে আসক্ত, ফোন কেড়ে নেন বাবা-মা, অভিমানে ৭ তলা থেকে ঝাঁপ কিশোরীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement