Advertisement
Advertisement

Breaking News

Malala Yousafzai

পাকিস্তানে তৈরি হল মালালা বিরোধী তথ্যচিত্র, নোবেলজয়ী তরুণীকে ‘ইসলাম বিরোধী’ বলে তোপ

‘আই অ্যাম নট মালালা’ নামের তথ্যচিত্রে আক্রমণ করা হয়েছে মালালাকে।

Pakistan’s private schools' association on Monday launched a documentary targeting education activist Malala Yousafzai | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 13, 2021 1:58 pm
  • Updated:July 13, 2021 1:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। মাত্র ১৪ বছর বয়সে তালিবানের (Taliban) গুলিবিদ্ধ হয়েও হার না মানা অপরাজেয় মালালা ইতিমধ্যেই গোটা বিশ্বের সম্ভ্রম আদায় করে নিয়েছেন। পেয়েছেন নোবেল পুরস্কার। কিন্তু এবার তাঁর বিরোধিতা করেই তৈরি হল একটি তথ্যচিত্র ‘আই অ্যাম নট মালালা’। তৈরি করল তাঁরই দেশ পাকিস্তান (Pakistan)। সেদেশের ‘অল পাকিস্তান প্রাইভেট স্কুলস অ্যাসোসিয়েশন’ সোমবার প্রকাশ করেছে তথ্যচিত্রটি। সেখানে মালালার ইসলাম (Islam) ও বিয়ে সম্পর্কিত মতামত এবং তাঁর পশ্চিমি ধ্যানধারণার প্রচার করাকে লক্ষ্য করে কঠোর সমালোচনা করা হয়েছে।

যে সংগঠন ওই তথ্যচিত্র তৈরি করেছে, তার সভাপতি কাসিফ মির্জার কথায়, ‘‘এই ‘আই অ্যাম নট মালালা’ তথ্যচিত্রের সাহায্যে আমরা দেশের ২ লক্ষ বেসরকারি স্কুলের ২ কোটি পড়ুয়াকে মালালার ইসলাম, বিয়ে ও পশ্চিমি অ্যাজেন্ডা নিয়ে বিতর্কিত মতামত সম্পর্কে জানাতে চেয়েছি।’’

Advertisement

[আরও পড়ুন: ‘ভয়ংকর প্রবণতা’, দু’বারে দু’রকম টিকা নেওয়া নিয়ে সতর্ক করল WHO]

কেন হঠাৎ এমন এক তথ্যচিত্র তৈরি করা হল? সে প্রসঙ্গে কাসিফ মির্জার সাফাই, ‘‘দেশের তরুণ সম্প্রদায়ের সামনে আমরা মালালার মুখোশ খুলে দিতে চাই। যাতে উনি ওঁর ওই তথাকথিত মহিলাদের অধিকার আদায় করার সংগ্রামের গল্প শুনিয়ে ওদের প্রভাবিত না করতে পারেন।’’

প্রসঙ্গত, ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ (Vogue) পত্রিকার জুন সংখ্যায় মালালার এক সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেখানেই এই বিষয়গুলি নিয়ে তিনি কথা বলেছিলেন। প্রধানত বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছিলেন, তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। সেই মতকে ‘ইসলাম বিরোধী’ বলেও আক্রমণ শানিয়েছেন মির্জা। তাঁর কথায়, মালালা বিয়ের জায়গায় ‘পার্টনারশিপ’কেই গুরুত্ব দিয়েছিলেন। সেই প্রসঙ্গে মির্জার মত, ইসলামে ‘পার্টনারশিপ’ নিষিদ্ধ। সুতরাং তার পক্ষে সওয়াল করে মালালা ইসলামবিরোধী কথা বলেছেন।

[আরও পড়ুন: কাবুলের আরও কাছে তালিবান! এবার গজনি শহরে প্রবেশ জেহাদি সংগঠনটির]

পাশাপাশি ‘আই অ্যাম নট মালালা’ বইটিকে ‘অত্যন্ত বিতর্কিত’ বলে দাবি করে মির্জার বক্তব্য, ‘‘পশ্চিমি শক্তির পক্ষপাতিত্ব করে এই বই লেখাই হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। মালালা ইসলাম ও পাকিস্তানের সেনাকে ‘জঙ্গি’ বলে কুৎসা করেছে এই বইয়ে। তিনি কোরানের সমালোচনা করেছেন।’’

এভাবেই নানা সমালোচনায় তিনি বিদ্ধ করেছেন মালালাকে। তাঁর নোবেল পুরস্কার পাওয়া কিংবা তসলিমা নাসরিনের সঙ্গে তাঁর ছবি তোলাকেও নিন্দা করেছেন মির্জা। এই সব সমালোচনাই ওই তথ্যচিত্রের বিষয় বলে জানিয়েছেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement