সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসায় উসকানি মামলায় জামিন পাওয়ার পরই আক্রমণাত্মক ইমরান খান। প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী শনিবার রাত ৮টায় নিজের বাড়ি থেকেই একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। আর সেখানেই পাক সেনার বিরুদ্ধে রীতিমতো আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। সেনাকে তাঁর পরামর্শ, তাদের উচিত একটি রাজনৈতিক দল খুলে সরাসরি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়া এবং দেশকে বর্তমান টালমাটাল পরিস্থিতি থেকে উদ্ধার করার চেষ্টার করার।
ইমরান (Imran Khan) বলেন, ”আপনারা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়লেন। কেন আপনারা নিজেরাই একটা পার্টি তৈরি করছেন না। কে আপনাদের অধিকার দিল আমার বিরুদ্ধে এমন সব জঘন্য অভিযোগ আনার? আপনাদের লজ্জা করা উচিত! আপনারা বলে বেড়াচ্ছেন আমি সেনার যা ক্ষতি করেছি আর কেউ করেনি! আপনারা বলছেন আমাদের চূর্ণ করে দেবেন?”
এখানেই শেষ নয়। রীতিমতো আবেগতাড়িত হয়ে পাক সেনা অফিসার জেনারেল আহমেদ শরিফ চৌধুরী, যিনি ইমরানকে ‘ভণ্ড’ বলেছিলেন, তাঁকে খোঁচা মেরে পিটিআই নেতা বলেন, ”শুনুন মিস্টার ডিজি আইএসপিআর! আমি যখন আমার দেশকে প্রতিনিধিত্ব করছিলাম আর দেশের হয়ে সুনাম কুড়োচ্ছিলাম, থকন আপনার জন্মও হয়নি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.