Advertisement
Advertisement

Breaking News

ব্যক্তিগত সফরে সরকারি চপারে চড়ে খরচ ২০ লক্ষ টাকা, নজরে ইমরান খান

ইমরান খানের বিরুদ্ধে শুরু তদন্ত।

Pakistan’s Imran Khan under lens for misusing govt property
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2018 8:28 pm
  • Updated:February 3, 2018 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত সফরে সরকারি চপার ব্যবহারের অভিযোগ উঠল ইমরান খানের বিরুদ্ধে। অভিযোগ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান তথা প্রাক্তন ক্রিকেটার সরকারি চপারের অপব্যবহার করেছেন। সরকারি আধিকারিকদের সফরের জন্য ব্যবহৃত চপারটি তিনি ব্যক্তিগত সফরে ব্যবহার করেছেন। আদৌ পিটিআই প্রধান সরকারি চপার ব্যবহার করেছেন কিনা তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তান ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

[পূর্ণ চন্দ্রগ্রহণের মুহূর্তে আকাশে UFO! ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য]

এই প্রসঙ্গে এনএবি চেয়ারম্যান জাভেদ ইকবালের তরফে তদন্তের নির্দেশ গিয়েছে খাইবার পাখতুনখাওয়ার ডিজির কাছে। নির্দেশিকায় বলা হয়েছে, ইমরান খানকে নিজের চপার ব্যবহার করতে দিয়ে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টক ক্ষমতার অপব্যবহার করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী,  সরকারি চপারটি ব্যবহার করেছেন ইমরান খান। এরপরই সত্য উদ্ঘাটনের জন্য তদন্তের নির্দেশিকা জারি করে এনএবি। পাকিস্তান সরকারের দুর্নীতিবিরোধী শাখার তথ্য বলছে, সবমিলিয়ে মোট ৭৪ ঘণ্টা চপারে কাটিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার। একটি চপারে ছিলেন ২২ ঘণ্টা। অন্যটিতে ৫২ ঘণ্টা। প্রতি একঘণ্টায় চপারের চড়ার খরচ ২৮ হাজার টাকা। ৭৪ ঘণ্টায় মোট খরচ দাঁড়ায় ২০ লক্ষ টাকা।

Advertisement

যদিও এহেন দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে পিটিআই। পাশপাশি এনএবি-র কাছে দলের তরফের দাবি, দেশের অন্য প্রদেশের রাজনৈতিক নেতারা সরকারি চপার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। সেগুলির তদন্ত করা হোক।

উল্লেখ্য, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাকিস্তান তেহরিক-ই-হিন্দ নেতৃত্বের সরকার রয়েছে। ওই প্রদেশ থেকেই পিটিআই প্রধানকে নিয়ে উড়েছে সরকারি চপার। রাজধানী ইসলামাবাদসহ বানিগালা, মরদান, পেশোয়ার, অ্যাবোটাবাদ, হরিপুর, সোয়াট, নাথিয়াগলি, কোহাট, বাট্টাগ্রাম, চাকদারা প্রভৃতি এলাকায় চপারে সফর সেরেছেন ইমরান খান। বিতর্ক পিছু ছাড়ছে না ইমরান খানের। এর আগেই ব্যক্তিগত ধর্মীয় গুরুমাকে বিয়ে করছেন তিনি। এমন খবর রটেছিল। প্রথমে দলীয় তরফে বিরোধিতা হলেও পরে পিটিআই প্রধান তা মেনে নেন।

[আরও কাছাকাছি দুই বাংলা, চালু ঢাকা-কলকাতা বাস পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement