Advertisement
Advertisement
Pakistan's economic future

‘চিনের হাতেই রয়েছে পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ’, বলছেন অসহায় ইমরান

তাঁর আমলে বেজিংয়ের সঙ্গে

Pakistan's economic future linked to China: PM Imran
Published by: Soumya Mukherjee
  • Posted:September 4, 2020 5:38 pm
  • Updated:September 4, 2020 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই যেন চিনের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে পাকিস্তানের সরকার। সম্প্রতি আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেকথা অকপটে স্বীকারও করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। চিনের হাতেই তাঁদের দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বলে পরিষ্কার জানিয়ে দিলেন।

অতীতের থেকে ইসলামাবাদ (Islamabad) ও বেজিং (Beijing) -এর সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে দাবি করে ইমরান খান বলেন, ‘বিশ্বের যেকোনও দেশের থেকে দ্রুত গতিতে বাড়ছে চিনের অর্থনীতি (economy) । যেভাবে তারা নিজেদের দেশের নাগরিকদের অভাব পূরণ করছে, প্রতিমুহূর্তে অর্থনৈতিক অবস্থার উন্নতি করছে। তা থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান লাভবান হবে। কারণ, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা রাতারাতি ঠিক করা কোনওভাবেই সম্ভব নয়। তবে গত দুবছর ধরে সঠিক পথে এগিয়ে চলেছে পাকিস্তান।’

Advertisement

[আরও পড়ুন: বন্ধু ভারতের পাশেই রাশিয়া, এবারও পাকিস্তানকে অস্ত্র দেবে না মস্কো ]

বিশ্বের অন্য দেশগুলিও তাঁদের মতো অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি পাকিস্তান যে সমস্যার মুখোমুখি হয়েছে বিশ্বের যেকোনও অর্থনীতিই তার মধ্যে দিয়ে গিয়েছে। ভিতর ও বাইরে চারিদিক থেকে সমস্যা। পাওয়ার সেক্টর তো ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে। তবে কোনও দেশই জাদু করে নিজেদের অর্থনৈতিক অবস্থা শোধরাতে পারেনি। রাতারাতি তা হয়ও না। এর জন্য সময় লাগে। সঠিক পদক্ষেপের মাধ্যমেই তা সম্ভব হয়। গত ২ বছর ধরে পাকিস্তান সেটাই করছে। আর এই কাজে সবথেকে বেশি সাহায্য করছে চিন। তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পর থেকেই পাকিস্তানের উন্নতি হচ্ছে। আগের থেকে দু’দেশের সম্পর্কও জোরদার হয়েছে।’

[আরও পড়ুন: রাজপ্রাসাদ থেকে রাজপথে! স্বনির্ভর হতে নেটফ্লিক্সের সঙ্গে ‘মেগা’ চুক্তি হ্যারি-মেগানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement