সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের নাগরিকদের মুখে ‘বন্দেমাতরম’ শোনার ইচ্ছা! আর সোনার পাথরবাটিতে খাবার খাওয়া নাকি একই বিষয়। দুটোই বাস্তবে সম্ভব হতে পারে না বলেই মনে করেন অনেকে। কিন্তু, করোনার আক্রমণ আর লাদাখে চিনের আগ্রাসন সেই অসম্ভব ঘটনাকেই সম্ভব করে তুলল। চিনের বিরোধিতা করে ভারতের সমর্থনে লন্ডনের রাস্তায় বন্দেমাতরম গাইতে শোনা গেল প্রবাসী পাকিস্তানিদের। বিরল এই ঘটনার কথা শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ভারতীয় নেটিজেনরা।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সেনা জওয়ানদের সঙ্গে চিনের সেনার সংঘর্ষের পর থেকেই দুদেশের মধ্যে চাপানউতোর চলছে। এর মাঝেই চিনের আগ্রাসী মানসিকতার বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা। বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থিত চিনের দূতাবাসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হচ্ছে। কিছু কিছু জায়গাও ভারতীয়দের সঙ্গে এই কর্মসূচিতে সামিল হচ্ছেন চিনের অত্যাচারে দেশছাড়া তিব্বতিরাও। আমেরিকার নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি কিংবা কানাডা থেকে ব্রিটেন সব জায়গাতেই দেখা যাচ্ছে একই ছবি। এবার লন্ডনের চিনা দূতাবাসের সামনে বিক্ষোভরত প্রবাসী ভারতীয়দের পাশে দাঁড়িয়ে চিনের মুণ্ডুপাত করতে দেখা গেল কয়েকজন প্রবাসী পাকিস্তানিকেও। ভারতীয়দের হাতে হাত মিলিয়ে গলা ছেড়ে বন্দেমাতরমও গাইলেন তাঁরা। যে দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না ভারতীয় নেটিজেনরা।
এপ্রসঙ্গে ওই বিক্ষোভে অংশ নেওয়া পাকিস্তানের এক মানবাধিকার কর্মী আরিফ আজাকিয়া বলেন, ‘আজ জীবনে প্রথমবার আমি বন্দেমাতরম গাইলাম। শুধু তাই নয়, চিনের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলাম। ভারতীয়দের হাতে হাত মিলিয়ে চিনের বিরুদ্ধে স্লোগান দিলাম। বেজিং যা করছে তাতে এছাড়া তো কোনও উপায় নেই।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.