Advertisement
Advertisement

Breaking News

Indians

বিদেশের মাটিতে ভারতীয়দের অপহরণ পাকিস্তানিদের! মোটা টাকার মুক্তিপণ চেয়ে ফোন

অপহরণ করা হচ্ছে শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকদেরও।

Pakistanis are allegedly kidnapping Indians for ransom

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 30, 2024 8:58 am
  • Updated:May 30, 2024 8:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তিপণ চেয়ে ভারতীয়দের অপহরণ করছেন পাকিস্তানিরা! তবে ভারতে নয়, গত কয়েক মাস ধরে বিদেশে ঘটছে এমন সব ঘটনা। বিশেষ করে, তুরস্ক ও কম্বোডিয়ায়। তবে শুধু ভারতীয়রাই যে এই তালিকায় আছেন তা নয়। শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকদেরও মুক্তিপণ আদায়ের জন‌্য অপহরণ করতে বাদ সাধছেন না পাকিস্তানিরা। এক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।  

রয়টার্স সূত্রে খবর, চলতি বছরেরই মে মাসের প্রথম ঘটনাটি ঘটে। তুরস্কে কর্মসূত্রে বসবাসরত, এক ভারতীয়কে অপহরণ করে তিন পাকিস্তানি। জানা গিয়েছে, ইস্তানবুলের একটি রেস্তরাঁয় বাসনপত্র ধোওয়ার কাজ করতেন রাধাকৃষ্ণণ নামে ওই ভারতীয়। তাঁকে বড় অঙ্কের চাকরির টোপ দিয়ে এদরিন শহরে নিয়ে যায় ওই তিন পাকিস্তানি। অভিযোগ, তার পর তাঁকে অপহরণ করে ভিডিও বানানো হয়। যা ভারতে রাধাকৃষ্ণণের পরিবারের কাছে পাঠিয়ে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চায় ওই তিনজন। হাত-পা বাঁধা অবস্থায় তিন সপ্তাহ বন্দি ছিলেন রাধাকৃষ্ণণ। যদিও উদ্দেশ‌্য পূরণ হয়নি ওই তিন জনের। 

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনে হারলেই দেশ ছেড়ে পালাবেন সুনাক! ভোটের আগে ব্রিটেনজুড়ে চলছে গুঞ্জন

এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে পিস্তল উদ্ধার করে। দ্বিতীয় ঘটনা কম্বোডিয়ার। রাজধানী শহরে দুই পাকিস্তানি, সবতেন বিন নাসের এবং সইদ আলি হুসেন নামে দুই ভারতীয়কে অপহরণ করা হয়েছিল গত ২৫ এপ্রিল। প্রায় তিন সপ্তাহ ধরে তাঁদের চোখ বেঁধে, মারধর করে ফেলে রাখা হয়েছিল। পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছিল। পরে তাঁদের পরিবারের কাছে মোট ২০,০০০ ডলারের মুক্তিপণ চাওয়া হয়। যদিও এই ঘটনাতেও পুলিশ দুই অপহৃত ভারতীয়কে উদ্ধার করে গত ১৬ মে। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দুই পাকিস্তানিকে।

পরিসংখ‌্যান অনুযায়ী, বিদেশে বসবাসরত পাকিস্তানিরা শ্রীলঙ্কা এবং নেপালের নাগরিকদেরও অপহরণ করেও মুক্তিপণ চেয়েছে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনার সংখ‌্যা বেড়েছে বলেই দাবি। এপ্রিলেই নেপাল থেকে চার পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছিল, শ্রীলঙ্কার চার নাগরিককে অপহরণ করার জন‌্য। আবার ২০২২ সালে ইস্তানবুলে চার জন নেপালিকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করেছিল ছয় পাকিস্তানির একটি দল। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement