সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে তাণ্ডব পাকিস্তানিদের৷ ভারতীয় দূতাবাসের সামনে পাথর ছুঁড়ল উন্মত্ত জনতা৷ এমনকী স্বাধীনতা দিবস উদযাপনে মগ্ন ভারতীয়দের উপর রীতিমতো চড়াও হয় পাক সমর্থকরা৷ এই ঘটনায় চারজন পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড৷
[আরও পড়ুন: ‘মাত্র ১০ মিনিট লাগবে’, হংকংয়ের গণতন্ত্রকামীদের হুমকি লাল ফৌজের]
জানা গিয়েছে, বৃহস্পতিবার কাশ্মীর ইস্যুতে লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েক হাজার পাকিস্তান সমর্থক৷ কাশ্মীর ও পাকিস্তানের পতাকা হাতে ভারত বিরোধী শ্লোগান দেয় তারা৷ পালটা তেরঙ্গা হাতে প্রতিবাদ করেন ভারতীয়রা৷ তারপরই ইট-পাটকেল, ডিম ও জলের বোতল ছুঁড়তে শুরু করে পাকিস্তানিরা৷ পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে৷ এই ঘটনায় চার পাক সমর্থককে গ্রেপ্তার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড৷
বিদেশে পাকিস্তানি ও খলিস্তানি সমর্থকদের তাণ্ডব নতুন কিছু নয়৷ তবে লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলার ঘটনা এর আগে ঘটেনি৷ এদিকে, ভারতের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়ে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী৷ বিশ্লেষকদের মতে, আসলে ইমরান আন্তর্জাতিক মহলে এটাই তুলে ধরতে চাইছেন যে, কাশ্মীরের বাসিন্দাদের উপর অত্যাচার চালাচ্ছে মোদি সরকার। গোটা বিশ্বের সঙ্গে ইচ্ছাকৃতভাবে তাদের যোগাযোগ-বিচ্ছিন্ন করে রাখছে। ইমরান বলেছেন তিনি কাশ্মীরিদের ‘মুখপাত্র’ হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বারবার এই দমন-পীড়নের কথা তুলে ধরবেন। আসলে কাশ্মীর থেকে ৩৭০ প্রত্যাহারের পর মোদি সরকার যে এবার পাক অধিকৃত কাশ্মীরও উদ্ধারের চেষ্টা করবে সে ব্যাপারে নিশ্চিত পাকিস্তান। আর ভারত যদি সে চেষ্টা করে তবে তা যে বেশ তীব্রই হবে তা বুঝতে পারছেন ইমরান।
[আরও পড়ুন: রাতের অন্ধকারে মার্কিন সীমান্তে উড়ল রুশ আণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.