Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানি দম্পতি, বোরখা

বোরখা পরা স্বামীর ছবি পোস্ট, পুরুষতান্ত্রিক সমাজের গালে চড় পাকিস্তানি তরুণীর

আদৌ কি বদলাবে সমাজ, বিতর্কের মাঝেই মাথাচাড়া দিয়েছে এই প্রশ্ন৷

Pakistani man wears burqa on dinner date with wife
Published by: Sayani Sen
  • Posted:April 11, 2019 4:00 pm
  • Updated:April 11, 2019 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় এগিয়েছে৷ কিন্তু ধর্মের সমস্ত বেড়াজাল ভেঙে এখনও এগোতে পারেনি দেশ৷ আবার তার উপর মেয়ে৷ তাই বোরখা ছাড়া বাইরে বেরোনোর কোনও প্রশ্নই ওঠে না৷ কিন্তু সবাই কি সমাজের বাঁধা গতের  মাঝে ধরা দিতে চান? মনও তো কখনও চায় একটু পরিবর্তন৷ উলটো স্রোতে হাঁটতে কেমন লাগে, তা পরখ করার সময় এসেছে যে৷ তাই তো দিনের পর দিন ধরে চলে আসা নিয়ম বদলানোর ডাক দিলেন এক পাকিস্তানি দম্পতি৷

[ আরও পড়ুন: এবার 5D সিনেমা হলে বসেই দেখা যাবে নীল ছবি!]

‘দ্য মিউলি ওয়েডস’ বলেই টুইটারে পরিচিত পাকিস্তানের লাভ বার্ডস৷ সোশ্যাল মিডিয়াতেই একটি ছবি পোস্ট করেছেন দম্পতি৷ ওই ছবিতেই দেখা যাচ্ছে, একটি রেস্তরাঁয় বসে রয়েছেন তাঁরা৷ হাসি মুখের ঝকঝকে তরুণী পোশাকের দিক থেকে বেশ আধুনিকা৷ পাশে বসে রয়েছেন এক যুবক৷ যিনি ওই তরুণীর স্বামী। তাঁর মুখ আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা৷ বরং বলা ভাল, বোরখায় ঢাকা তাঁর মুখ৷ বোরখার আড়ালেই আবছা দেখা যাচ্ছে তাঁকে৷ তবে বোরখায় মুখ ঢাকা বলে, তাঁর মনে কোনও দুঃখ নেই৷ বরং বেশ হাসি হাসি মুখে স্ত্রীর পাশে বসে রয়েছেন৷

Advertisement

[ আরও পড়ুন: জল না দিয়ে শিশুকে নির্মমভাবে হত্যা, আইএস যুদ্ধাপরাধী তরুণীর বিচার শুরু মিউনিখে]

তরুণী লিখেছেন, ‘‘ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি আমার ‘সুন্দর’ স্বামী। যদিও উনি যে কত সুন্দর, তা আপনারা দেখতে পাবেন না, কারণ আমিই ওঁর হকদার। ওঁর স্বপ্ন, ওঁর জীবন, সব কিছুর উপরে আমারই অধিকার৷ আমিই ওঁকে বাইরে বেড়াতে নিয়ে আসি৷ পুরুষ তো আসলে ‘খুলি তিজোরি’র মতো, তাই উনি যেভাবে নিজেকে ঢেকে রাখেন, সেটা আমার খুব পছন্দ৷ আমি ওঁকে বাইরে কাজ করতেও যেতে দিই, গাড়ি চালাতেও দিই। কারণ আমি নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাসী৷’’ ওই পাকিস্তানি তরুণীর মন্তব্য যে কতখানি শ্লেষাত্মক, তা স্পষ্ট৷ মেয়েরা যে কাজ সমাজের নিয়ম ভেবে দিনের পর দিন করে আসছেন, তার যেন সারবত্তাই বদলে দিয়েছেন তরুণী৷ ঠিক যেমন হয়েছিল ‘কি অ্যান্ড কা’ ছবিতে৷ পুরুষতান্ত্রিক সমাজের গালে সপাটে চড় কষানো ওই পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় টাইমলাইনে ছড়িয়ে পড়েছে৷ বিতর্ক যে মাথাচাড়া দেবে, তা তো নয় জানাই ছিল৷ কিন্তু এই ছবির মাধ্যমে কি বদলাবে সমাজের চালচিত্র? সেটাই এখন দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement