Advertisement
Advertisement

Breaking News

surgical strike

ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত! দাবি পাকিস্তানের বিদেশ মন্ত্রীর

অজানা আশঙ্কায় কাঁপছে ইসলামাবাদ।

Pakistani FM claims India planning to conduct surgical strike across LoC । Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 18, 2020 6:25 pm
  • Updated:December 18, 2020 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে সীমান্ত পেরিয়ে ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত। শুক্রবার আবু ধাবিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi)।

বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীতে সফর করছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সেখানে গিয়ে আমিরশাহীর নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তারপর ভারত প্রসঙ্গে বলেন, ‘আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির পক্ষ থেকে দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারত ফের পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক (surgical strike) করার ছক কষছে। আর এই জন্য তারা যাদের নিজেদের সঙ্গী মনে করে সেই সমস্ত দেশগুলির সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছে। তাদের থেকে সার্জিক্যাল স্ট্রাইকের অনুমোদন নেওয়ার চেষ্টা করছে।’

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের অনুরোধেও গলল না বরফ, ভিসা নিষেধাজ্ঞা তুলতে নারাজ আমিরশাহী]

পাকিস্তানের বিদেশ মন্ত্রীর দাবি, আসলে কৃষক আন্দোলন-সহ বিভিন্ন বিষয়ে বর্তমানে চাপে রয়েছে ভারতের বিজেপি সরকার। তাই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে সাধারণ নাগরিকদের নজর ঘোরাতেই পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ফের হামলা চালানোর ছক কষছে তারা। তবে গোয়েন্দাদের মারফত এই খবর পাওয়ার পরেই ভারত-পাকিস্তান সীমান্তে আরও জওয়ান মোতায়েন করা হয়েছে। চালানো হচ্ছে নজরদারিও।

কয়েকদিন আগেও ভারত এমন কোনও পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ভারত। এর ফলে তাদের অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়েছে। কৃষকরা তো বটেই, সেই সঙ্গে বিরোধী দল, আইনজীবী ও পড়ুয়াদের প্রতিবাদের সামনে পড়ে এখন হুমকির সুরে কথা বলছে দিল্লি। তাই অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থেকে নজর ঘোরাতে অন্য কোনও পথ তারা বেছেই নিতে পারে। সেই ঝুঁকি পুরোমাত্রায় রয়েছে।

[আরও পড়ুন: পুরোদমে নয়া পরমাণু কেন্দ্র তৈরির কাজ চালাচ্ছে ইরান, উপগ্রহ চিত্রে ফাঁস তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement