সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের শক্তিশালী পাক সেনার পর্দাফাঁস করে কঠোর শাস্তির মুখে পাক সাংবাদিক সিরিল আলমেদিয়ার৷ চলতি বছরেরই একটি প্রতিবেদনে তিনি প্রকাশ করেন যে, মুম্বই হামলায় প্রত্যক্ষ মদত রয়েছে পাক সেনা ও গুপ্তচর সংস্থা আইএসআই-এর৷৷ এর পরেই চড়তে থাকে বিতর্ক৷ অবশেষে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করে লাহোর হাই কোর্ট৷ যার বিরুদ্ধে সরব হয়েছে পাক মানবাধিকার কমিশন। কমিশনের অভিযোগ, এতে মানুষের বাক স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করছে আদালত৷
[তাইওয়ানকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি আমেরিকার, ক্ষুব্ধ চিন]
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অর্থাৎ পাকিস্তানের সাধারণ নির্বাচনের দু’মাস আগে প্রাক্তন পাক প্রেসিডেন্টে শরিফের একটি সাক্ষাৎকার নেন পাক সংবাদিক সিরিল আলমেদিয়া। সেই সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেন শরিফ৷ বলেন, ২৬/১১-এর মুম্বই হামলায় প্রত্যক্ষ মদত রয়েছে পাক সেনার৷ আইএসআই-এর ইন্ধনেই পাকিস্তান থেকে ভারতে যায় জঙ্গিরা৷ পাকিস্তানের মাটি থেকেই তাদের নাশকতার ব্লু-প্রিন্ট তৈরি করে দেওয়া হয়৷ এরপরেই সরব হয় পাক সেনা৷ শরিফের মন্তব্যের কড়া নিন্দা করা হয়৷ এমনকী, নওয়াজ় ও সিরিলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাও রুজু হয় লাহোর হাই কোর্টে।
[মালদ্বীপের মসনদে ‘ভারত-বন্ধু’ সলিহ, আশঙ্কার কালো মেঘ চিনের কপালে]
এই মামলাতেই সোমবার হাজিরার দেওয়ার কথা ছিল শরিফের৷ যদিও তা দেননি তিনি৷ স্ত্রীর মৃত্যুর কারণে তিনি আসতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী, আদালতে এমনটাই জানান নওয়াজের আইনজীবী৷ তবে সিরিল আলমেদিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় লাহোর হাই কোর্ট৷ তাঁর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হয়৷ আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে টুইটবার্তায় নিজের বক্তব্য জানিয়েছেন পাক সাংবাদিক৷ আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন এবং আগামী শুনানির দিন আদালতে হাজির থাকবেন বলে জানিয়েছেন তিনি। তবে আদালতের এই রায়ের কড়া সমালোচনা করেছে পাক মানবাধিকার কমিশন। কমিশন জানিয়েছে, এর ফলে মানুষের বাক স্বাধীনতায় ও মত প্রকাশের স্বাধীনতায় সরাসরি সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে। যা অন্যায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.