Advertisement
Advertisement
Pakistan

ইউক্রেনকে দুই জাহাজ অস্ত্র পাঠাবে পাকিস্তান! কেন হঠাৎ এই সিদ্ধান্ত ইসলামাবাদের?

জাহাজগুলিতে থাকবে ২৩০টি কন্টেনার ভরতি রকেট ও ট্যাঙ্ক।

Pakistan Tries To Buy IMF Bailout With 230 Containers Worth Of Weapons To Ukraine। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 12, 2023 1:32 pm
  • Updated:April 12, 2023 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তাঁদের পাশে দাঁড়ানোর আরজি জানিয়েছেন। এর মধ্যেই জানা গেল, পাকিস্তান পরিকল্পনা করছে ইউক্রেনকে (Ukraine) ট্যাঙ্ক ও রকেট ভরতি ২৩০টি কন্টেনার পাঠানোর! এর বিনিময়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF-এর থেকে বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ পাবে ইসলামাবাদ। তেমনই দাবি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

জানা যাচ্ছে, এপ্রিলেই করাচির বন্দর থেকে যাত্রা শুরু করে পাকিস্তানের (Pakistan) দু’টি জাহাজ এমভি বোকরাম ও এমভি খেরসন ওই অস্ত্রশস্ত্র পৌঁছে দেবে ইউক্রেনে। জাহাজগুলিতে আমেরিকা ও ইউরোপীয় ইউরোপীয় পতাকা থাকবে। পোল্যান্ড ও জার্মানির বন্দরের মাধ্যমে অস্ত্র পৌঁছে দেবে জাহাজ দু’টি। এক সংবাদমাধ্যমের দাবি, এর বিনিময়ে সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক প্যাকেজ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে পাবে পাকিস্তান।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকে ভোটের আগে বড় চমক! ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন মোদি]

প্রসঙ্গত, এপ্রিল মাস থেকেই রাশিয়ার থেকে কম দরে জ্বালানি কিনতে চলেছে পাকিস্তান, এমনটাই গুঞ্জন। তবে এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে এই সংক্রান্ত কোনও চুক্তির কথা জানা যায়নি। তবে এর মধ্যেই ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে চলেছে পাকিস্তান, সেই গুঞ্জনও উঠল।

গত কয়েক মাস ধরেই ক্রমশ ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। ঘুরে দাঁড়াতে IMF-এর উপরে ভরসা করা ছাড়া আর কোনও পথ খোলা নেই তাদের সামনে। এই পরিস্থিতিতে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিল শাহবাজ প্রশাসন। উল্লেখ্য, এক বছরেরও বেশিদিন ধরে প্রবল যুদ্ধ চলছে রাশিয়া (Russia) ও ইউক্রেনের মধ্যে। শুরুর দিকে লড়াইয়ের ময়দানে রুশ ফৌজ সাফল্য পেলেও সময়ের সঙ্গে পাল্লা ভারী হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর।

[আরও পড়ুন: কর্ণাটকে ভোটের আগে বড় চমক! ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement