Advertisement
Advertisement

Breaking News

বিপাকে ইমরান, ‘মিত্র তালিকা’ থেকে পাকিস্তানকে ছাঁটতে তৎপর ট্রাম্প প্রশাসন

বিল পেশ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে৷

Pakistan to lose major non-NATO ally status with US
Published by: Tanujit Das
  • Posted:January 13, 2019 2:37 pm
  • Updated:January 13, 2019 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে আমেরিকা৷ সম্ভবত ইসলামাবাদের উপর থেকে ন্যাটো বহির্ভূত (নন-ন্যাটো) সঙ্গী বা ‘মিত্র’ তকমা কেড়ে নিতে চলেছে ট্রাম্প প্রশাসন৷ সম্প্রতি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এই সংক্রান্ত একটি বিল পেশ করেন রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান্ডি ব্রিগস৷ কংগ্রেসের কাছে তিনি দাবি করেন, অবিলম্বে ইসলামাবাদের উপর থেকে এই তকমা প্রত্যাহার করতে হবে এবং পরবর্তীকালে তাঁদের এই তকমা ফিরিয়ে দিতে হলে, বেশ কয়েকটি শর্ত চাপাতে হবে৷

[ভাঙল রেকর্ড, মার্কিন মুলুকে জারি ইতিহাসের দীর্ঘতম ‘শাট ডাউন’ ]

Advertisement

জানা গিয়েছে, রেজেলিউশন ৭৩-কে উদ্ধৃত করে এই আবেদন করেন অ্যান্ডি ব্রিগস৷ এই আবেদন পৌঁছে গিয়েছে হাউসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির কাছে৷ এবার শীর্ষ মহল থেকে সবুজ সংকেত পেলেই ‘মার্কিন বন্ধু’র তকমা হারাবে পাকিস্তান৷ ব্রিগস বলেছে, ‘‘আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানকে সেই প্রমাণ দিতে হবে৷ তাদের যথোপযুক্ত তথ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে, সন্ত্রাসবাদকে খতম করতে আফগান প্রশাসনকে সাহায্য করছে পাকিস্তান৷’’

[কেউ কারও ভাষা বোঝেন না, প্রেমে ‘গুগল’ই ভরসা যুগলের]

উল্লেখ্য, ২০০৪-তে প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জমানায় ‘ন্যাটো বহির্ভূত সঙ্গী’র তকমা পায় পাকিস্তান৷ এর ফলে মার্কিন মুলুক থেকে একাধিক সুযোগ-সুবিধা পেত তাঁরা৷ কিন্তু, আমেরিকার ক্ষমতায় এসে সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ একাধিকবার পাকিস্তানকে হুঁশিয়ারি দেন তিনি৷ আবেদন করেন, সন্ত্রাসদমনে সাহায্য করার৷ কিন্তু তা না হওয়ায় পাকিস্তানকে ‘সন্ত্রাসের স্বর্গরাজ্য’ বলে আক্রমণ করেন ট্রাম্প৷ শেষে যাবতীয় সামরিক অনুদান বন্ধ করে দেন তিনি। এমন পরিস্থিতি, মার্কিন কংগ্রেসে এই বিল পাশ হলে আন্তর্জাতিক মহলে আরও বিপাকে পড়বে পাকিস্তান এমনই মনে করছে কূটনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement