সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযান-২-এর সাফল্যের পর, আমেরিকা, চিন, রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে এবার মহাকাশে মানুষ পাঠানোর তোড়জোড় শুরু করেছে ভারত৷ ২০২২-এ ‘গগনযান অভিযানে’র মাধ্যমে সেই স্বপ্ন সার্থক হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর ভারতের এই সাফল্যেই আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে প্রতিবেশী পাকিস্তান৷ ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়েও, এবার চিনের সাহায্যে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করতে চলেছে ইসলামাবাদ৷ তাও সেই ২০২২ সালেই৷
[ আরও পড়ুন: আমেরিকায় ঢুকতে সীমান্তরক্ষীর কাছে ভিক্ষা শরণার্থী মায়ের, ভাইরাল মর্মস্পশী ছবি ]
জানা গিয়েছে, দিন কয়েক আগে বিষয়টি টুইট করেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি৷ তিনি লেখেন, ‘‘গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ২০২০-র ফেব্রুয়ারি থেকে আমরা মহাকাশে প্রথম পাক নাগরিক পাঠানোর প্রস্তুতি শুরু করব৷ এর জন্য বাছাইয়ের প্রক্রিয়ায় শুরু হবে৷ ৫০ জনকে বাছাই করা হবে। সেই তালিকা থেকে চূড়ান্ত প্রশিক্ষণ দেওয়া হবে ২৫ জনকে। ২০২২-এ আমরা প্রথম মহাকাশে লোক পাঠাব। সেটাই আমাদের দেশের সবচেয়ে বড় মহাকাশ অভিযান হবে।’’ এখানেই শেষ নয়, পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, এই বাছাইয়ের ব্যাপারটা দেখভাল করবে পাক বায়ুসেনা। বাছাইয়ের পর ট্রেনিংয়েরও ব্যবস্থা করবে তাঁরা৷ শেষ পর্যন্ত ১০ জনকে ট্রেনিং দিয়ে, তাঁদের মধ্যে কোনও একজনকে মহাকাশে পাঠানো হবে বলে জানান ফওয়াদ।
Proud to announce that selection process for the first Pakistani to be sent to Space shall begin from Feb 2020,fifty people will be shortlisted — list will then come down to 25 and in 2022 we will send our first person to space,this will be the biggest space event of our history
— Ch Fawad Hussain (@fawadchaudhry) July 25, 2019
[ আরও পড়ুন: ব্রিটিশ রাজনীতিতে চমক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেলের, পেলেন গুরুত্বপূর্ণ মন্ত্রক ]
ইসলামাবাদ সূত্রে খবর, আগের মতোই এবারও সব ঋতুর বন্ধু চিনের সাহায্যেই মহাকাশ অভিযান করতে চলেছে তারা৷ যার একমাত্র কারণ, দেশের মাটিতে পাকিস্তানের কোন উপগ্রহ উৎক্ষেপণের ব্যবস্থা বা লঞ্চিং প্যাড না থাকা। তাই এক্ষেত্রেও পড়শি চিনের লঞ্চিং প্যাডই ব্যবহার করবে ইমরান খানের সরকার। প্রসঙ্গত, এখনও পর্যন্ত মহাকাশে দুটি উপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান। এবং দুটি মহাকাশ যানই উৎক্ষেপণ করা হয়েছে চিনের লঞ্চিং প্যাড ব্যবহার করে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.