Advertisement
Advertisement

Breaking News

সার্ক শীর্ষ সম্মেলনে ফের মোদিকে আমন্ত্রণ জানাচ্ছে পাকিস্তান

ফের পাকিস্তানের মাটিতে পা রাখবেন মোদি?

Pakistan to invite PM Modi
Published by: Subhajit Mandal
  • Posted:November 28, 2018 9:41 am
  • Updated:November 28, 2018 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্তারপুর করিডরের উদ্বোধনের পর নয়া পদক্ষেপ পাকিস্তানের। আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে চলেছে ইমরান খানের দেশ। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের মাটিতে সার্ক সম্মেলনে আমন্ত্রণ পেয়েছিলেন মোদি। তবে, সেবার তিনি নিজে না গিয়ে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন রাজনাথ সিংকে। এবারে প্রধানমন্ত্রী পাকিস্তানের মাটিতে পা রাখেন কিনা তা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

[কড়া নিরাপত্তায় মধ্যপ্রদেশে শুরু ভোটগ্রহণ, সাতসকালে মন্দিরে কং-বিজেপি]

পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান। মঙ্গলবার কর্তারপুর করিডরের শিলান্যাস অনুষ্ঠানের পরই এই খবর সম্প্রচারিত হয় পাক সংবাদমাধ্যমে। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল মঙ্গলবার বলেন, “ভারতের প্রধানমন্ত্রীকে সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তবে আমরা ভারতের সঙ্গে অনেক যুদ্ধ লড়েছি, ফলে সম্পর্ক খুব তাড়াতাড়ি জোড়া লাগবে এমন নয়। কিন্তু এখন সময় বদলেছে। জনগণের ইচ্ছে এবং আবেগকে প্রাধান্য দিয়েই কূটনৈতিক সম্পর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে এখন। এটাই সময়ের চাহিদা। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সঙ্গে বন্ধুত্বই চাইছে পাকিস্তান। পাকিস্তান চাইবে ভারতের প্রধানমন্ত্রী-সহ বাকি দেশগুলির রাষ্ট্রনেতারাও সার্ক সম্মেলনে ইসলামবাদে আসুন।”

Advertisement

[দেশভাগের সময় বিচ্ছেদ, ৭০ বছর পর দুই বোনকে খুঁজে পেলেন বৃদ্ধ]

তবে কবে আমন্ত্রণপত্র পাঠানো হবে, তা জানাননি ফয়জল। ইসলামাবাদে এক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান আগেই বলেছিলেন, “শান্তির লক্ষ্যে ভারত এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে। আমরা কিন্তু ভারতের দিকে ইতিবাচক ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। আমরা আলোচনাতেও বসে চাইছি।” এবারও প্রধানমন্ত্রীর ইসলামাবাদ যাওয়ার সম্ভাবনা কম বলে জানা যাচ্ছে সাউথ ব্লক সূত্রে। লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানে যাওয়ার ঝুঁকি নেবেন না বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিদেশ সচিব বিজয় গোখেল জানিয়েছেন, “আর্জেন্টিনা যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ফিরবেন ২ ডিসেম্বর।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement