সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তরেখায় বারবার মুখ থুবড়ে পড়ছে পাক রেঞ্জার্সদের ভারত বিরোধী ষড়যন্ত্র৷ ভারতীয় জওয়ানদের কাছে রোজই পর্যুদস্ত হতে হচ্ছে তাদের৷ তাই বদলা নিতে এবার গোপনে আরও ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে পাক রেঞ্জার্স৷ গোয়েন্দা সূত্রে খবর, ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে, বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র কিনতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান৷ ইতিমধ্যেই ইতালির থেকে ১২১টি অত্যাধুনিক হাওয়াইৎজার বন্দুক কিনেছে ইসলামাবাদ৷ শীঘ্রই কিনতে চলেছে আরও এক লক্ষ গুলি৷ নিয়ন্ত্রণরেখায় অবস্থিত ভারতীয় সেনা ছাউনিগুলিকে অব্যর্থ লক্ষ্যে ধ্বংস করতে সম্ভবত এগুলির সাহায্য নেবে পাক সেনা৷
[সাধারণের মতো লাইনে দাঁড়ালেন বিল গেটসকেও! কেন জানেন? ]
ভারতের গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এদেশের সেনার হাতে থাকা এম ৭৭৭ হাওয়াইৎজার বন্দুকের সঙ্গে সমানে পাল্লা দিতে সক্ষম পাকিস্তানের হাতে থাকা ওই বন্দুকগুলি৷ তবে, ধন্দ তৈরি হয়েছে একটি বিষয়কে কেন্দ্র করে৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রশ্ন, অসময়ের বন্ধু চিনকে পাত্তা না দিয়ে, কেন ইতালির থেকে হাওয়াইৎজার বন্দুকগুলি কিনল রাওয়ালপিণ্ডি৷কয়েকদিন আগেই খবরে এসেছিল যে, ভারতীয় সেনাকে শায়েস্তা করার জন্য জিপিএস সিস্টেম সম্বলিত অত্যাধুনিক মর্টারও কিনছে পাক সেনা৷
বিশ্বের গুটিকয়েক দেশের অস্ত্রাগারেই মজুত রয়েছে এই জিপিএস সম্বলিত মর্টার৷ আমেরিকা, ইউরোপের কয়েকটি দেশ এবং চিনা সেনা ব্যবহার করে থাকে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মর্টার৷ ইতিমধ্যে রাওয়ালপিণ্ডির কর্তারা কথাবার্তা শুরু করেছেন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী বেশ কয়েকটি সংস্থার সঙ্গে৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু জিপিএস সিস্টেম রয়েছে, তাই এই অত্যাধুনিক মর্টার দ্বারা নিখুঁত লক্ষ্যে আঘাত হানা সম্ভবপর হবে৷ একবার মর্টার ছোঁড়ার পর প্রয়োজনে এটিকে অন্যদিকেও ঘুরিয়ে দেওয়া যাবে৷ এমনকী, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে মাত দিতে জিপিএস সম্বলিত এই মর্টারগুলিকেই বড় হাতিয়ার হয়ে উঠতে পারে যে কোনও দেশের৷
[কলম্বিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১]
প্রসঙ্গত, অতীতে এই ধরনের জিপিএস মর্টার ব্যবহার করতে দেখা গিয়েছে আমেরিকাকে৷ আফগানিস্তানে তালিবানদের সঙ্গে যুদ্ধের সময় এই জিপিএস মর্টারই ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছিল মার্কিন সেনার৷ দূর থেকে ছোঁড়া এই মর্টারের সাহায্যে গোপন তালিবান ঘাঁটিগুলিকে সহজেই ধ্বংস করতে পেরেছিল মার্কিন সেনা৷ এরপরই এই জিপিএস মর্টারগুলিকে অস্ত্রাগারে যোগ করতে শুরু করে বিশ্বের অন্যান্য দেশও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.