Advertisement
Advertisement

Breaking News

ISI

পাক তালিবানের সঙ্গে জোট বেঁধে সরকার ফেলার ষড়যন্ত্র! গ্রেপ্তারির মুখে প্রাক্তন ISI প্রধান

ফইজের বিরুদ্ধে এর মধ্যেই বেশ গুরুত্বপূর্ণ প্রমাণ মেলার দাবি।

Pakistan to Arrest Ex-Spy Chief Faiz Hameed। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 5, 2023 3:39 pm
  • Updated:March 5, 2023 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএএসআইয়ের (ISI) প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফইজ হামিদের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসে মদত ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করার অভিযোগ উঠল। এককথায়, তেহরিক-ই-তালিবান জঙ্গিদের সঙ্গে মিলে ইমরান সরকারকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে শরিক হয়েছিলেন তিনি। অভিযোগ এমনই। এহেন অন্তর্ঘাতের অভিযোগ ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। পাক (Pakistan) সংবাদমাধ্যমের দাবি, যা পরিস্থিতি যখন তখন গ্রেপ্তার হতে পারেন ফইজ।

শোনা যাচ্ছে, প্রাক্তন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ‘ডান হাত’ ছিলেন ফইজ। বাজওয়ার বিরুদ্ধে গত বছরের এপ্রিলে ইমরানের সরকার ফেলার অভিযোগ উঠেছিল। আইএসআই প্রধানও সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন বলেই অভিযোগ। তাঁর বিরুদ্ধে সেনার ভিতরেও অন্তর্ঘাতের অভিযোগ রয়েছে। গত বছর থেকেই পাক তালিবান জঙ্গিদের দৌরাত্ম্য বেড়েছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে জঙ্গি হামলার পিছনেও পাক তালিবানরা ছিল। ওই হামলার পিছনেও ফইজের হাত ছিল বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ভিতর থেকেই বিচারব্যবস্থাকে বদনাম করার চেষ্টা হচ্ছে! দাবি আইনমন্ত্রী রিজিজুর]

জানা গিয়েছে, ফইজের বিরুদ্ধে এর মধ্যেই বেশ গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে এসে গিয়েছে। এরই ভিত্তিতে গ্রেপ্তার করা হতে পারে তাঁকে। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, শিগগিরি সংসদে ডাকা হতে পারে ফইজকে। তাঁর কথায়, ”পাকিস্তানে জঙ্গিদের মাথাচাড়া দেওয়ার পিছনে ফইজ দায়ী।” তবে সেই সঙ্গে তাঁর দাবি, গ্রেপ্তার করতে হবে ইমরানকেও।

[আরও পড়ুন: ধসের মধ্যেই ভূমিকম্প উত্তরাখণ্ডে, ইসরোর রিপোর্টে ‘বিপজ্জনক’ তকমা রাজ্যকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement