Advertisement
Advertisement

যুদ্ধের হুমকি পাকিস্তানের, ভাইরাল ভিডিও

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও৷ যেখানে দেখা যাচ্ছে পাকসেনাবাহিনীর কয়েকজন সদস্য রীতিমতো যুদ্ধের হুমকি দিচ্ছে ভারতকে৷

Pakistan Threatens India With War In viral Video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 1:34 pm
  • Updated:September 25, 2016 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর থেকেই ভারত-পাক সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে৷ তাতে যেন ইন্ধন দিচ্ছে সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া পাকিস্তান থেকে প্রকাশিত একটি ভিডিও৷ যে ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন পাক সেনা ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে৷

কিছুদিন আগেই পাক প্রতিরক্ষা মন্ত্রী বেশ কিছু অস্ত্র-শস্ত্রের ছবি দিয়ে প্রছন্ন বার্তা দিয়ে রেখেছিলেন৷ সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও৷ যেখানে দেখা যাচ্ছে পাক সেনাবাহিনীর কয়েকজন সদস্য রীতিমতো যুদ্ধের হুমকি দিচ্ছে ভারতকে৷ কার্গিল যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছে সীমান্তে৷ এমনকী ভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তান সম্পর্কে বা নওয়াজ শরিফ সম্পর্কে যা বলা হচ্ছে তাতে যে পাক সেনা যারপরনাই অখুশি সে কথাও স্পষ্ট করে বলেছে তারা৷ আর তাই ভারতের বিরুদ্ধে প্রকারন্তরে যুদ্ধেরই হুমকি দিচ্ছে পাক সেনারা৷

Advertisement

উরি হামলার প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনারাও যুদ্ধের জন্য উদগ্রীব৷ যদিও ভারতীয় প্রশাসন কূটনৈতিকভাবেই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছে৷ গতকালই প্রধানমন্ত্রী বলেছিলেন, যুদ্ধ যদি হয় তবে গরিবি হঠানোর প্রসঙ্গে হোক৷ কিন্তু পাকিস্তানের এই ভিডিও থেকে পাক মনোভাব স্পষ্ট৷ আন্তর্জাতিক মহলে পাক প্রধানমন্ত্রী সন্ত্রাস প্রশ্নে যে অনড় মনোভাব দেখিয়েছেন, এ ভিডিও যেন আরও খোলাখুলিভাবে সে মতকেই প্রতিষ্ঠা করছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement