সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ভেঙে পড়া অর্থনীতি। দেশ জুড়ে চলা অরাজকতা। তবুও ‘ভাঙব কিন্তু মচকাব না’ মনোভাব পাকিস্তানের।দু’বেলা ভরপেট অন্য যে দেশের মানুষের কাছে বিলাসিতা, আজ সেই দেশই মিসাইল উৎক্ষেপণ করে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছে। বৃহস্পতিবার, ‘নাসর’ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সফল হয়েছে ‘অত্যাধুনিক’ মিসাইলটির পরীক্ষা। এবার নাকি কড়া জবাব দেওয়া যাবে ভারতকে। পাক সেনাপ্রধানের দাবি, “ভারতের ‘কোল্ড স্টার্ট’ ডকট্রাইনে ‘ঠান্ডা জল’ ঢেলে দেবে ‘নাসর’। ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে নজরে রেখেই এই পরীক্ষা।” ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেন, পাকিস্তান যুদ্ধ চায় না, শান্তি চায়। তবে লড়াইয়ের কথা যেন কেউ ভুলেও না ভাবে।
[সিকিমের ‘স্বাধীনতা’ চেয়ে আরও বেপরোয়া চিনা সংবাদমাধ্যম]
পাক সেনার দাবি ৬০ থেকে ৭০ কিমি পর্যন্ত নির্ভুল আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র। যুদ্ধক্ষেত্রে ‘স্ট্রাটেজিক’ লক্ষ্যে আঘাত হানাই এই মিসাইলের মূল উদ্দেশ্য বলে দাবি সামরিক বিশেষজ্ঞদের। তবে পাকিস্তানের মিসাইল উৎক্ষেপণ নিয়ে বিশেষ উদ্বিগ্ন নয় ভারত। ইতিমধ্যে, দেশের আকাশকে লৌহবেষ্টনীতে মুড়ে ফেলতে রাশিয়া থেকে এস-৪০০ ‘ট্রায়াম্ফ’ ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থা কিনতে চলেছে ভারত। ‘ট্রায়াম্ফ’ ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ৩০০টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম৷ একইসঙ্গে তিন ডজন লক্ষ্যবস্তুকে ধ্বংসও করতে পারবে৷ অন্য রাডারে প্রায় ধরাই পড়ে না, এমন ‘স্টেল্থ ’ এয়ারক্র্যাফটও এই সিস্টেমের রাডারে ধরা পড়ে যাবে৷ দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ও সরকারি ভবনগুলি এর ফলে নিরাপদ হবে৷ পাক ও চিনা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের হামলা থেকেও অনেকটা নিশ্চিন্ত থাকবে ভারত৷
[ভারত-ইজরায়েলের মধ্যে ৭টি চুক্তি, সন্ত্রাসবাদ দমনে হাতে-হাত]
কুলভূষণ যাদব ইস্যু থেকে শুরু পাক সেনার ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনে, চরমে পৌঁছেছে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা। জম্মু ও কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার প্রেক্ষিতে সংঘাতের দিকে এগোচ্ছে দুই দেশ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক ইজরায়েল সফর নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পাকিস্তান। দিল্লি ও তেল আভিভের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতায় অশনিসংকেত দেখছে ইসলামাবাদ। পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইজরায়েলের থেকে অত্যাধুনিক সমরাস্ত্র আমদানি করছে ভারত। এর ফলে এশিয়া মহাদেশে কৌশলগত ভারসাম্য নষ্ট হচ্ছে। তবে প্রয়োজনে পাকিস্তানকে শিক্ষা দিতে তৈরি ভারতীয় সেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.