Advertisement
Advertisement

ফের পাকিস্তানে ক্ষমতা দখলের পথে সেনা! জেনারেল বাজওয়ার সিদ্ধান্তে চাঞ্চল্য

দেশের শিল্পপতিদের সঙ্গে একান্তে বৈঠক করলেন পাক সেনাপ্রধান, ডাক পেলেন না ইমরান খান৷

Pakistan staring at military coup, Army Chief Bajwa meets business leaders
Published by: Tanujit Das
  • Posted:October 4, 2019 2:14 pm
  • Updated:October 4, 2019 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দশক পর আবারও কি সেনা অভ্যুত্থানের মতো ঘটনার সাক্ষী হতে চলেছে পাকিস্তান? যে ইমরান খানকে কার্যত কাঁধে চাপিয়ে প্রধানমন্ত্রীর তখতে বসাল পাস কেনা, অচিরেই কি তাঁর প্রতি মোহভঙ্গ হল রাওয়ালপিণ্ডির? চলতি সপ্তাহের এমন দু’টি পদক্ষেপ নিয়েছেন পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, তাতে অন্তত এমন আশঙ্কাই করছে কূটনৈতিক মহল৷

[ আরও পড়ুন: ভারত-পাক পরমাণু যুদ্ধে প্রাণ যাবে ১০ কোটির, মার্কিন রিপোর্টে চাঞ্চল্য ]

Advertisement

জানা গিয়েছে, চলতি সপ্তাহে বৃহস্পতিবার পাক সেনার ১১১ ব্রিগেডের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল বাজওয়া। এই বাহিনীর জওয়ানদের শীঘ্রই কাজে যোগের নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, এখন পর্যন্ত মোট চারবার সেনার দ্বারা সরকারের পতন ঘটেছে পাকিস্তানে৷ ১৯৫৮, ১৯৬৯, ১৯৭৭ ও ১৯৯৯-তে৷ এর মধ্যে দু’বার সেনার ১১১ ব্রিগেডকে ব্যবহার করে সরকারের পতন ঘটানো হয়েছে৷ এই ব্রিগেডকে ব্যবহার করেই ১৯৫৮-তে প্রথমবার তৎকালীন রাষ্ট্রপতি তথা প্রাক্তন মেজর জেনারেল ইসকান্দার মির্জাকে পদচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান ইয়াকুব খান৷ এর ঠিক ২১ বছর পর, ১৯৭৭-এ তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকর আলি ভুট্টোর নেতৃত্বাধীন সরকারের পতন ঘটান সেনাপ্রধান জিয়া-উল-হক৷

[ আরও পড়ুন: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক, পুলিশের গুলিতে মৃত কমপক্ষে ৩৩ ]

অন্যদিকে বুধবারই দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন জেনারেল বাজওয়া৷ যে বৈঠকে ডাক পাননি দেশের প্রধানমন্ত্রী ইমরান খান৷ সূত্রের খবর, উক্ত বৈঠকে তিনি দেশের নামকরা শিল্পপতিদের সঙ্গে কথা বলেন৷ ভেঙে পড়া দেশের অর্থনীতির হাল ধরার অনুরোধ করেন তাঁদের৷ অকপট স্বীকারোক্তিতে জানান, দেশের অর্থনৈতিক দুর্দশার শিকার হচ্ছে সেনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement