Advertisement
Advertisement
পাকিস্তানে শিখ নির্যাতন

পাকিস্তানে ধর্মান্তকরণের পর শিখ কিশোরীকে জোর করে বিয়ে, ইমরানের দ্বারস্থ পরিবার

মেয়েটির বাবা পাকিস্তানের একটি গুরুদ্বারে পুরোহিতের কাজ করেন।

Pakistan: Sikh girl abducted, forcibly converted to Islam in Nankana Sahib
Published by: Soumya Mukherjee
  • Posted:August 30, 2019 11:03 am
  • Updated:August 30, 2019 12:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক কিশোরীকে ধর্মান্তকরণের পর জোর করে বিয়ে করার ঘটনা ঘটল পাকিস্তানে। মেয়েটিকে ঘরে ফেরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছে তার পরিবার। তাদের পরিবারের অন্য সদস্যদের রক্ষা করার আবেদনও জানিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত পাক প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ।

[আরও পড়ুন: বিল মেটায়নি দপ্তর, বিদ্যুৎ সংযোগ কাটা হল ইমরানের অফিসের]

জানা গিয়েছে, পাকিস্তানের নানকানা সাহিব শহরে পরিবারের সঙ্গে বসবাস করত ওই কিশোরী। সম্প্রতি তাকে অপহরণ করার অভিযোগ ওঠে স্থানীয় এক মুসলিম যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে ওই কিশোরীকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে বিয়ে করে। পরে বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিযুক্ত যুবক। যা পরে ভাইরাল হয়ে যায়।

Advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুসলিম যুবকটির পাশে বসে আছে ওই মেয়েটি। নিজের নাম জগজিৎ কাউর বলে জানিয়ে সে দাবি করে কোনও চাপ ছাড়াই ওই ছেলেটিকে বিয়ে করছে। যদিও তা কোনওভাবেই মানতে চাইছে না তার পরিবার ও আত্মীয়স্বজনরা। তাঁদের অভিযোগ, মেয়েটিকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে বিয়ে করেছে ওই যুবক। বিষয়টি নিয়ে প্রথমে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু, কোনও সুরাহা হয়নি। শেষে বাধ্য হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। তারপরেও অবশ্য কোনও লাভ হয়নি।

[আরও পড়ুন: ফের ভারতের জন্য আকাশপথ বন্ধ করল পাকিস্তান, উদ্বেগে বিমান সংস্থাগুলি]

যদিও পাকিস্তান পুলিশের দাবি, মেয়েটির পরিবারের তরফে শুধুমাত্র অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অনুযায়ী তার খোঁজ করা হচ্ছে। তবে তাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর বা বিয়ে দেওয়ানোর কোনও অভিযোগ পরিবারের তরফে জানানো হয়নি।

বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন শিরোমণি অকালি দলের এক বিধায়ক মনজিন্দার এস সিরসা। তাতে তিনি অভিযোগ করেছেন যে মেয়েটির দাদা ও বাবাকে খুন করার হুমকি দিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে এই বিষয়টি বিশ্বের সামনে তুলে ধরার আবেদন করেছেন। রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়ে শিখ মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। কীভাবে পাকিস্তানে শিখ মেয়েদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিকার করার আবেদন জানিয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement