Advertisement
Advertisement
আকাশপথ বন্ধ

ফের ভারতের জন্য আকাশপথ বন্ধ করল পাকিস্তান, উদ্বেগে বিমান সংস্থাগুলি

বালাকোট হামলার পর পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল।

Pakistan shuts international air routes over Karachi
Published by: Monishankar Choudhury
  • Posted:August 29, 2019 11:45 am
  • Updated:August 29, 2019 11:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতির নিরিখে ভারতের জন্য বুধবার থেকে নিজেদের আকাশপথ বন্ধ করে দিল পাকিস্তান সরকার। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আপাতত ৩১ আগস্ট অবধি ভারতের দিক থেকে পাকিস্তানের আকাশে যাত্রীবাহী বিমান উড়তে পারবে না। এই সিদ্ধান্তে বিশেষ করে ভারত থেকে বিমানে করাচি যাওয়া কার্যত স্থগিত। দেশের আকাশপথ শুধুমাত্র বায়ুসেনা ব্যবহার করবে।

[আরও পড়ুন: মাস দুয়েকের মধ্যেই ভারত-পাক যুদ্ধ! হুঁশিয়ারি ইমরানের মন্ত্রীর]

Advertisement

অন্যদিকে, টুইটারে পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরি লিখেছেন, “ভারত থেকে আফগানিস্তানে স্থলপথে বাণিজ্যিক কারণে যে আমদানি-রপ্তানির কাজ হয়, সেই পথও বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকে সে ব্যবস্থাই করা হচ্ছে।” সূত্রের খবর, গত ২২ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে গিয়েছিলেন। তখনও তিনি আকাশপথে পাকিস্তানের রুট ধরেই গিয়েছিলেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খান সেটা ভাল চোখে দেখছেন না বলে জানা গিয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বালাকোট হানার পর পাকিস্তান তাদের আন্তর্জাতিক আকাশপথ বন্ধ করে দিয়েছিল। পরে ১৬ জুলাই তা খুলে দেওয়া হয়। সেবার ভারতের ছ’শো কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পরে আবার কাশ্মীরের ৩৭০ ধারা রদের ঘটনা ঘটে। পাকিস্তানের আকাশপথ বন্ধের সিদ্ধান্তের ধাক্কায় বুধবার দুপুরের পর কার্যত ভারতের আন্তর্জাতিক উড়ানসূচি লন্ডভন্ড হয়। কারণ অনেকগুলি দেশের যাতায়াতের ক্ষেত্রে বিমান সংস্থাগুলো এই রুট ব্যবহার করে।

বিশেষজ্ঞরা বলছেন, ভৌগলিক অবস্থানের জন্য ভারত ও পাকিস্তানের আকাশপথের গুরুত্ব যথেষ্ট। পূর্ব থেকে পশ্চিম এবং উলটোদিকে যাতায়াত করা বিমানের ৯০ শতাংশ এই দুই দেশের আকাশপথ ব্যবহার করে। তাতে সময় কম লাগে। জ্বালানি কম খরচ হয়। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, হংকং-সহ বিভিন্ন দেশের বিমান কলকাতার আকাশে ঢুকে দিল্লি হয়ে পাকিস্তানে যায়। সেখান থেকে আরও পশ্চিমে উড়ে যায়। আবার উলটোমুখে করাচি হয়ে বিমানগুলি দিল্লি, কলকাতা ছুঁয়ে পূর্বে উড়ে যায়।

[আরও পড়ুন: মাস দুয়েকের মধ্যেই ভারত-পাক যুদ্ধ! হুঁশিয়ারি ইমরানের মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement