Advertisement
Advertisement

Breaking News

Pakistan

বুধবারের আগেই পাকিস্তান খালি করার নির্দেশ, আরও অন্ধকারে আফগান মেয়েদের ভবিষ্যৎ

ইতিমধ্যেই সেদেশ ছেড়ে গিয়েছেন ৮৬ হাজার আফগান শরণার্থী।

Pakistan shuts down Afghan schools by November 1। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 31, 2023 4:39 pm
  • Updated:October 31, 2023 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৭ লক্ষ অভিবাসীকে দেশছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। তাঁদের মধ্যে অধিকাংশই আফগান। বুধবার, ১ নভেম্বরের মধ্যেই তাঁদের দেশ ছাড়তে হবে বলে নির্দেশ ইসলামাবাদের। ইতিমধ্যেই সেদেশ ছেড়ে গিয়েছেন ৮৬ হাজার আফগান শরণার্থী। গত ২৪ ঘণ্টায় ১৭৪টি ট্রাকে ১৪৯টি পরিবার পাকিস্তান ছেড়েছে।

ইতিমধ্যেই এর প্রভাব পড়েছে সেদেশে অবস্থিত স্কুলগুলিতে। আফগান পড়ুয়াদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। মনে করা হচ্ছে, এর ফলে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ল আফগান ছাত্রীরা। হয়তো বহু ছাত্রীরই পড়াশোনা চিরকালের জন্য শেষ হয়ে গেল। কেননা এর পর দেশে ফিরে গেলেও তাদের আর পড়াশোনার সুযোগ হবে না। কেননা তালিবান সরকার ইতিমধ্যেই আফগানিস্তানে প্রাথমিক শিক্ষাটুকুর পরই সেদেশের মেয়েদের পড়াশোনার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘সরকার বন্ধু আদানির চাপেই হ্যাকিং’, সাংসদদের ফোনে নজরদারিতে বিস্ফোরক রাহুল]

২০২১ সালে তালিবান (Taliban) কাবুল দখল করার পর সেদেশ ছেড়ে পাকিস্তানে (Pakistan) আশ্রয় নিয়েছিল নার্গিস রেজাই। সে জানাচ্ছে, ”আমরা এখানে এসেছিলাম শিক্ষিত হবে। একটা ভালো জীবন পেতে। মোটেই সব আফগানরা দেশে ফিরতে চান না। বিশেষ করে মেয়েদের তো সেদেশে স্বাধীনতাই নেই।” তার কথা থেকে পরিষ্কার, নতুন করে নেমে আসা অন্ধকারে আফগান মেয়েরা আরও বেশি বিপন্ন অনুভব করছে।

[আরও পড়ুন: ছেলে বিক্রি আছে! যোগীরাজ্যে ফুটপাতে ঋণ শোধ করতে প্ল্যাকার্ড হাতে অসহায় বাবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement